‘হালদা’র হল লিস্ট
শুক্রবার দেশব্যাপী ৮২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তৌকীর আহমেদের ‘হালদা’। আজাদ বুলবুলের গল্পে ‘হালদা’র চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, রুনা খান প্রমুখ।
‘হালদা’ চলছে যেসব হলে—
ঢাকা : স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, মধুমিতা, শ্যামলী, রাজমনি, চিত্রামহল, বিজিবি, আনন্দ, সনি, পূরবী, সেনা, পূনম, মুক্তি ও ফ্যান্টাসি।
ঢাকার বাইরে : রানী মহল (ডেমরা), চাঁদ মহল (কাঁচপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চম্পাকলি (টঙ্গী), চন্দ্রিমা (সাভার), আলমাস (চট্টগ্রাম), মনিহার (যশোর), উপহার (রাজশাহী), মর্ডান (দিনাজপুর), মনোয়ার (জামালপুর), নন্দিতা (সিলেট), তাজ (নওগাঁ), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), লিবার্টি (খুলনা), তিতাস (পটুয়াখালী), রজনীগন্ধা (চালা), কল্লোল (মধুপুর), কেয়া (টাঙ্গাইল), সেনা অডি. (ময়মনসিংহ), হীরামন (নেত্রকোনা), সঙ্গীতা (খুলনা), রাজ (কুলিয়ারচর), কাকলী (শেরপুর), তামান্না (সৈয়দপুর), হ্যাপী (লক্ষীপুর), গ্যারিসন (কুমিল্লা ক্যান্ট.), সোহাগ (ঘোড়াশাল), বনলতা (ফরিদপুর), আলিম (মঠবাড়ীয়া), সাগর (কালিয়াকৈর), বনানী (কুষ্টিয়া), চিত্রাবানী (গোপালগঞ্জ), সঙ্গীতা (সাতক্ষীরা), ছবিঘর (ঝিনাইদহ), মৌসুমি (সিরাজগঞ্জ), রূপকথা (পাবনা), সানলাইট (কাঞ্চন), হীরক (গোবিন্দগঞ্জ), পিক্স (সিরাজদিখান), দিনান্ত (কেশরহাট), ছন্দা (কালীগঞ্জ), মহন (হবিগঞ্জ), উল্লাস (বীরগঞ্জ), লাইট হাউস (পারুলিয়া), টকিজ (আলমডাঙ্গা), রংধনু (নজিপুর), মমতাজমহল (নীলফামারী), অনামিকা (পিরোজপুর), সোনালী (ঘোড়াঘাট), দুলাল (ফেনী), ঝংকার (বকশীগঞ্জ), প্রিয়া (গৌরীপুর), রাজিয়া (সদরপুলর), চন্দ্রিমা (শ্রীপুর), সান্তনা (হাজীগঞ্জ), গ্যারিসন (দয়ারামপুর), নসিব (সাপাহার), সনি (ইসলামপুর), আনন্দ (তানোর), রাজু (ঈশ্বরদী), চান্দনা (জয়দেবপুর), ঝর্ণা (দাউদকান্দি), রূপালী (কুমিল্লা) ও মধুমিতা (মাগুরা)।