২১ বছর পর ‘আনন্দ অশ্রু’, অভিনয়ে সাইমন-মাহি!
অমর নায়ক সালমান শাহ ও শাবনূরের সাড়া জাগানো সিনেমা ‘আনন্দ অশ্রু’ মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালের ১ আগস্ট। পরিচালনা করেন শিবলী সাদিক।
সেই সিনেমার ২১ বছর নির্মাণ হতে যাচ্ছে আরেক ‘আনন্দ অশ্রু’। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় অভিনয় করছেন সাইমন সাদিক ও মাহি।
এক ফেসবুক স্ট্যাটাসে সোমবার দুপুরে এ ঘোষণা দিলেন সাইমন। জানান, নাম একই হলেও রিমেক হবে না ‘আনন্দ অশ্রু’।
বছর চারেক আগে মুক্তি পায় মাহি ও সাইমনের হিট সিনেমা ‘পোড়ামন’। সেই জুটি শিগগিরই ‘জান্নাত’-এর মাধ্যমে কামব্যাক করবে। সিনেমাটিও পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।