৫৩ হলে ‘বেপরোয়া’, দেখুন হল তালিকা
আগে কোরবান ঈদে একটি হলে মুক্তি পায় ‘বেপরোয়া’। এর পর বারবার দিন পিছিয়ে এই ঈদে মুক্তি পেল বড় পরিসরে। সিনেমাটির ৫৩ হলে চলবে। এতে রাজা চন্দের পরিচালনায় ইয়ামিন হক ববির সঙ্গে জুটি বেঁধেছেন রোশান।
দেখে নিন জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বেপরোয়া’র হল তালিকা-
ঢাকা : স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, অভিসার ও শাহিন। ঢাকার বাইরে : মতিমহল- ডেমরা, বর্ষা- জয়দেবপুর, গুলশান- নারায়ণগঞ্জ, লাভলী- কাঁচপুর, নারায়ণগঞ্জ, ছায়াবানী- ময়মনসিংহ, সিলভার স্ক্রীন- চট্টগ্রাম, সঙ্গীতা- খুলনা, মমো ইন- বগুড়া, চিত্রালী- খুলনা, মমতাজ- সিরাজগঞ্জ, সাগরিকা সিনেমা- চালা, মালঞ্চ- টাঙ্গাইল, অবসর- ভোলা, পূর্বাশা- শান্তাহার, তিতাস- পটুয়াখালী, রুমা- মুক্তাগাছা, রুমা- শরিয়তপুর , শিকতা- ধুনট , কল্লোল- মধুপুর, রাজিয়া, আনন্দ- কুলিয়ারচর, অন্তরা- মেলান্দহ, মনিকা- শায়েস্তাগঞ্জ, মৌসুমী- পাকুন্দিয়া, তুলি- নাভারন, রাধানাথ- শ্রীমঙ্গল, রিয়া- জারিয়া, আলমডাঙ্গা- টকিজ, অনামিকা- পিরোজপুর, আনন্দ- তানোর, আয়না- আক্কেলপুর, বাবু টকিজ- কিশোরগঞ্জ, বৈশাখী- নড়িয়া, ছন্দা- কালিগঞ্জ, দিনান্ত- কেশরহাট নওগাঁ, জনতা- জলঢাকা, লাইটহাউজ- পারুলিয়া, মমতাজ মহল- নীলফামারী, নসিব- সাপাহার, রাজু- ইশ্বরদী, রংধনু- নাজিপুর, রুপালী- পাঁচবিবি, শাহিন- বল্লাবাজার, সখি- হোসেনপুর, সোনালী- ঘোড়াঘাট, মৌসুমী- ইসলামপুর, উল্লাস- বীরগঞ্জ, সত্যবতী -শেরপুর এবং লাভলী- নারায়ণগঞ্জ।