Select Page

চলতি সপ্তাহে (১০ অক্টোবর ২০২৫) কী দেখবেন, কোথায় দেখবেন?

চলতি সপ্তাহে (১০ অক্টোবর ২০২৫) মুক্তিপ্রাপ্ত নতুন চলচ্চিত্র, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ কোথায় ও কীভাবে দেখবেন?

চলতি সপ্তাহে প্রেক্ষাগৃহে একটি নতুন চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে একটি নতুন ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে।

চলচ্চিত্র: অন্ধকারে আলো

তিল তিল করে অন্ধকারের মধ্যে থেকে আলোর পথে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়াকে উপজীব্য করে নির্মিত ‘অন্ধকারে আলো’ ১০ অক্টোবর শুক্রবার দেশের ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আনোয়ার সিরাজী।

‘অন্ধকারে আলো’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাকিব শিকদার, মুসকান ইসলাম, তিথি চৌধুরী, রেবেকে রউফ, জ্যাকি আলমগীর প্রমুখ।

ওয়েব ফিল্ম: লিটল মিস ক্যাওস

রোমান্স, কমেডি এবং ক্যাওসের গল্পে নির্মিত ফ্ল্যাশ ফিকশন ‘লিটল মিস ক্যাওস’ ৯ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাত ১২টা ১ মিনিটে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে উন্মুক্ত হয়েছে। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমা।

কাহিনী আবর্তিত হয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ফ্যাশনপ্রেমী তরুণী ইরাকে ঘিরে। তার জীবন একেবারেই ঝামেলাপূর্ণ, অগোছালো। কিন্তু এ অগোছালো জীবনের মাঝেই থাকে কিছু স্বপ্ন, কিছু অতীতের ট্রমা, আবার থাকে সামনে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। ওয়েব ফিল্মটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান এবং তার বিপরীতে রয়েছেন সাদ সালমি নওভি।


Leave a reply