Select Page

বিএমডিবি ব্লগ নীতিমালা

১. বিএমডিবি ব্লগ শুধুমাত্র বাংলা সিনেমার ব্লগ নয়, বিএমডিবি ব্লগ চলচ্চিত্র সম্পর্কিত বিষয়ে যে কোন দেশের যে কোন সময়ের বাংলা ব্লগিং প্লাটফর্ম। টেলিভিশনে প্রদর্শনের জন্য নির্মিত যে কোন নাটক, ধারাবাহিক, টেলিফিল্ম ইত্যাদিও বিএমডিবি ব্লগের বিষয়বস্তু।

২. বিএমডিবি ব্লগে সকল পোস্টই মডারেশন বোর্ড ঘুরে প্রকাশিত হবে। তবে বিএমডিবি ব্লগ নিশ্চয়তা প্রদান করে যে, যেহেতু ব্লগ মত প্রকাশের একটু উন্মুক্ত মাধ্যম, সেহেতু অনন্যোপায় না হলে ব্লগারের লেখায় কোনরূপ পরিবর্তন করা হবে না। মূলত বিএমডিবি ব্লগ মূল সাইটের বিভিন্ন বিষয়ের সাথে সংশ্লিষ্ট বলেই মডারেশন বোর্ড তা নিয়ন্ত্রনের চেষ্টা করবে। ব্লগারদের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্থ ও নিয়ন্ত্রন করা কখনোই বিএমডিবি ব্লগের উদ্দেশ্য নয়।

৩. বাংলাদেশী চলচ্চিত্র সংক্রান্ত রিভিউ ডাটাবেজে মূল চলচ্চিত্রের সাথে সংযুক্ত করা হবে। এ কারণে শুধুমাত্র মানসম্পন্ন ব্লগকেই রিভিউ হিসেবে প্রকাশ করা হবে। তবে, বিভিন্ন দৈনিক পত্রিকা, ম্যাগাজিন বা সাময়িকী যেখানে কোন লেখা সম্পাদকমন্ডলীর সিদ্ধান্তক্রমে প্রকাশিত হয় তা বিএমডিবি ব্লগ মডারেশন বোর্ডের সিদ্ধান্ত ব্যাতিরেকে সরাসরি প্রকাশিত হবে্

৪. ব্লগারদের বিএমডিবি ব্লগের অভীষ্ট মান বজায় রাখার জন্য যে কোন তথ্য ও ছবির সূত্র উল্লেখ করা/হাইপারলিংক যোগ করার বিনীত অনুরোধ করা হচ্ছে।

এই পাতা’টি বিভিন্ন সময় হালনাগাদ করা হবে।

শুভ ব্লগিং | বিএমডিবি টীম