Select Page

কোথায় দেখবেন জালালের গল্প

কোথায় দেখবেন জালালের গল্প

Jalal_2_251575997

সারাদেশে শুক্রবার মুক্তি পেল আবু শাহেদ ইমনের জালালের গল্প। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালি দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াসসহ অনেকে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান। সঙ্গীত পরিচালনা করেছে চিরকুট।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৪টি হলে।

ঢাকায় : স্টার সিনেপ্লেক্স (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), বলাকা সিনেওয়ার্ল্ড (ঢাকা), শ্যামলী ডিজিটাল সিনেমা (ঢাকা), মধুমিতা (ঢাকা), আনন্দ (ঢাকা)। ঢাকার বাইরে : বর্ষা (জয়দেবপুর), পূরবী (ময়মনসিংহ), শঙ্খ (খুলনা), রূপকথা (পাবনা), সাগরিকা (চালা), রূপকথা (শেরপুর), মাধবী (মধুপুর), মমতাজ (সিরাজগঞ্জ)।


মন্তব্য করুন