বিএমডিবি ভলান্টিয়ার
বাংলা মুভি ডেটাবেজ তৈরী ও হালনাদাগ করা একটি দীর্ঘ ও চলমান প্রক্রিয়া। বিএমডিবি টিম এর পরিপূর্ণতা ও সামগ্রিকতা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। কিন্তু, বিএমডিবি-র সীমিত সামর্থ্যে খুব দ্রুত এই ডেটাবেজ তৈরী করা সম্ভবপর নয়। বাংলা চলচ্চিত্র-প্রেমী যে কোন দর্শকের স্বেচ্ছায় এবং বিনামূল্যে প্রদত্ত যে কোন সাহায্য গ্রহণ করতে প্রস্তুত বিএমডিবি।
কি ধরনের সহায়তা করতে পারেন
১. বাংলা মুভি ডেটাবেজ এ অন্তর্ভূক্ত নেই এমন যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা চলচ্চিত্রের আংশিক বা পূর্ণ তথ্য, ছবি, ট্রেলার ইত্যাদি প্রদাণ করে ডেটাবেজ তৈরীতে সহায়তা করতে পারেন।
২. ডেটাবেজে অন্তর্ভূক্ত যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা চলচ্চিত্র সম্পর্কে যে কোন ভুল বা বিভ্রান্তিকর তথ্য বিএমডিবি টিমের দৃষ্টিগোচর করে এবং সঠিক তথ্য প্রদান করতে পারেন।
কিভাবে সহায়তা করবেন
১. যে কোন চলচ্চিত্র সম্পর্কে আংশিক বা পূর্ণ তথ্য প্রদানের জন্য এই লিংকে ক্লিক করুন এবং নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ করে আমাদের কাছে পাঠিয়ে দিন।
২. যে কোন ব্যক্তি সম্পর্কে আংশিক বা পূর্ণ তথ্য প্রদানের জন্য এই লিংকে ক্লিক করুন এবং নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ করে আমাদের কাছে পাঠিয়ে দিন।
৩. ডেটাবেজে অন্তর্ভূক্ত যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা চলচ্চিত্র সম্পর্কে যে কোন ভুল বা বিভ্রান্তিকর তথ্য সংশোধনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা চলচ্চিত্রের পাতায় ‘রিপোর্ট করুন’ বাটনে ক্লিক করে আপনার বক্তব্য লিখে জানান।
৪. ব্যক্তি, প্রতিষ্ঠান বা চলচ্চিত্র সম্পর্কিত কোন ছবি বা ট্রেলার পাঠাতে ইমেইল করুন info@bmdb.co – এই ঠিকানায়।
৫. উপরোক্ত কোন পদ্ধতি অনুসরণ করা সম্ভব নয় এমন ক্ষেত্রে বিএমডিবি-র দপ্তরে যোগাযোগ করতে পারেন।