Select Page

অনিশ্চিত ‘টু বি কন্টিনিউড’

অনিশ্চিত ‘টু বি কন্টিনিউড’

To-be-continued-...-B-235x189নানা জটিলতায় ঝুলে আছে ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত  ‘টু বি কন্টিনিউড’ ছবিটির কাজ।

অনেক দিন আগে পূর্ণিমা এবং কণ্ঠশিল্পী কাম অভিনেতা তাহসানকে নিয়ে ছবির শুটিং শুরু করেছিলেন ফাহমী।

অনেক দূর শুটিংও এগিয়েছে। তারপর রহস্যজনক কারণে আটকে যায় এ ছবির শুটিং।

এরপর আবার শুটিং শুরুর তোড়জোর হলে তাহসান জানান তিনি ছবিটি করছেন না। তিনি জানান, প্রথমে ছবিটি গল্প যে রকম বলা হয়েছিল, পরে তার পরিবর্তন ঘটেছে। তাহসানের বরাতে এসব খবর জানা গেলেও পরিচালক এই নিয়ে কিছু বলেননি।

সর্বশেষ নায়িকা পূর্ণিমার চলচ্চিত্র নিয়ে অনীহা থেকে আশঙ্কা গভীর থেকে গভীরতর হচ্ছে।

সুত্র: মানবজমিন

 


মন্তব্য করুন