Select Page

অন্য গ্রহের মেহজাবিন

অন্য গ্রহের মেহজাবিন

Mehjabinমেহাজাবিন তার প্রথম চলচ্চিত্র ‘পরবাসিনী’র এডিটিং প্যানেলে গিয়ে নিজেই নিজেকে চিনতে পারেন নি। কারণ, পরবাসিনী বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন চলচ্চিত্র এবং ছবির অধিকাংশ কাজই ভিএফএক্স এ করা হযেছে। স্বপন আহমেদ পরিচালিত এই ছবির মূল নায়িকা মেহজাবিন ‘খুব ডিফারেন্ট’ একটি মুভির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটছে বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

পরিচালক স্বপন্ আহমেদ জানিয়েছেন, এডিটিং এর কথা চিন্তা করেই ছবির শ্যুটিং করা হচ্ছে। কিছু সিকোয়েন্সের দৃশ্য গ্রহণ করা হযেছে এবং খূব শীঘ্রই গানের শ্যুটিং এর উদ্দেশ্যে দেশের বাহিরে যাওয়া  হবে। তিনি চ্যালেঞ্জ দিযে বলেছেন, পরবাসিনী’ মেহজাবিন-কে এর আগে কেউ কখনো দেখেনি।

সূত্র: দৈনিক ইত্তেফাক


মন্তব্য করুন