Select Page

অপারেশন সুন্দরবনের বিস্তারিত জানা গেল

অপারেশন সুন্দরবনের বিস্তারিত জানা গেল

গত বছর আজকের দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটিকে ‘সুন্দরবন জলদস্যু মুক্ত দিবস’ হিসেবে ঘোষণা করেন। জলদস্যু মুক্ত করার দুঃসাহসিক গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’।

র‌্যাব ওয়েলফেয়ার কো অপারেটিভ সোসাইটি ও থ্রি হুইলারস লিমিটেডের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন দীপংকর দীপন।

শুক্রবার সকালে বাগেরহাট স্টেডিয়ামে জলদস্যু মুক্ত দিবস উদযাপন অনুষ্ঠানে সিনেমাটির লোগো উন্মোচন ও শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

২০২০ সালের ঈদ উল আজহায় সিনেমার সম্ভাব্য মুক্তির তারিখ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে একটি অডিও ভিজুয়ালের মাধ্যমে সিনেমাটির থিম তুলে ধরা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সিনেমাটির লোগো পোস্টার উন্মোচন করেন।

তারপর কলাকুশলীদের সাথে সকলের পরিচয় করানো হয়। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, তাসকিন রহমান, মনোজ প্রামানিক, সামিনা বাশার, দীপু ইমাম, এহসানুর রহমানসহ আরও অনেকে। কলাকুশলীদের সাথে উপস্থিত ছিলেন থ্রি হুইলার্স লিমিটেডের খালেদুর রহমান জুয়েল।

ডিসেম্বর মাসে মহরতের মাধ্যমে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানান দীপংকর দীপন। তিনি বলেন, “ঢাকা অ্যাটাক’ সিনেমাটি করার জন্য র‌্যাবের বর্তমান ডিজি বেনজীর স্যার (সেসময় ডিএমপির পরিচালক) ছিলেন, মূলত তার অনুপ্রেরণায় ‘ঢাকা অ্যাটাক’ নির্মিত হয়েছিল। এবারও তারই তত্ত্বাবধায়নে ‘অপারেশন সুন্দরবন’ ছবিটির কাজ শুরু করতে যাচ্ছি।”

সিনেমাটির গল্পের জন্য প্রায় দেড় বছরব্যাপী সময় ধরে সুন্দরবনের জলদস্যু প্রান্তিক জনগোষ্ঠী ও এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মানুষের জীবনযাত্রা নিয়ে গবেষণা করেন পরিচালক দীপংকর দীপন ও তার টিম।

কাস্টিং সম্পর্কে এই নির্মাতা বলেন, “গল্পের প্রয়োজন অনুযায়ী দুর্দান্ত একটি মাল্টিকাস্ট পেয়েছি এই সিনেমায়। রিয়াজ ভাই প্রায় ৪ বছর পর কোনো ছবিতে চুক্তিবদ্ধ হলেন। সিয়াম আর ফারিয়া প্রথমবারের মত জুটি হয়ে কাজ করছে। রোশানের বিপরীতে একটি সারপ্রাইজ কাস্ট অপেক্ষা করছে। ছোট পর্দার মেধাবী মনোজ প্রামানিক আর ভীষন সম্ভাবনাময়ী সামিনা বাশার আছে। অনেক চরিত্রের এই ছবিতে আরো অসাধারণ অভিনয়শিল্পীরা যুক্ত হবে বলে আশা করছি। সামনে আছে মহড়া, র‌্যাব ট্রেনিং সেন্টারে ট্রেনিং ও ফিল্ড ভিজিট।”

রিয়াজ বলেন, “এই ছবিটির সাথে যুক্ত হবার অনেক কারণ আছে। যেমন পরিচালক, প্লট, আইন শৃঙ্খলা বাহিনী ও চরিত্র। সব মিলিয়ে এটি একটি ভালো মানের ছবি হবে। সিয়াম বলেন, চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে। একজন মেজরের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, যে র‌্যাবের একটি বাহিনী প্রধান। ‘ঢাকা ২০৪০’ এর কাজের অভিজ্ঞতা আমাকে এই ছবিতে কাজ করে আগ্রহী করেছে। আর এটা আমার প্রথম ছবি যেটায় দেশপ্রেম বড় একটি ভূমিকা রেখেছে।”

অনুষ্ঠানে সভাপতি ছিলেন র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ। তিনি বলেন, “র‌্যাবের সদস্যরা সুন্দরবনে কী অপরিসীম কষ্ট করেছেন-তা দেখার জন্য দীপন কয়েকবার সুন্দরবন গেছে। সে জানে সুন্দরবনকে জলদস্যু মুক্ত করা কী ভীষন কঠিন ছিল। আমার বিশ্বাস সে ভাল সিনেমা বানাবে।”


মন্তব্য করুন