Select Page

অপু বিশ্বাসকে অভিনয়ের প্রস্তাব অনন্ত জলিলের

অপু বিশ্বাসকে অভিনয়ের প্রস্তাব অনন্ত জলিলের

অপু বিশ্বাসকে নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেন অনন্ত জলিল। একটি ইফতার পার্টিতে বসে দেওয়া হয়েছে এ প্রস্তাব। শনিবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় এক টেবিলে বসে ইফতার করেন চলচ্চিত্রের এ দুই তারকা। সেসময় তাদের সঙ্গে ছিলেন অনন্তর স্ত্রী ও নায়িকা বর্ষা এবং শাকিব খান-অপু বিশ্বাসের  ছেলে আব্রাহাম খান জয়। খবর মানবজমিন।

অপু বিশ্বাস বলেন, বঙ্গবিডি আয়োজিত বনানীতে একটি ইফতার পার্টিতে হঠাৎ দেখা হলো অনন্ত জলিল ও বর্ষা জুটির সঙ্গে। আমার সঙ্গে অনেক কথা বললেন তারা। আসছে ঈদে আমার মুক্তি পেতে যাওয়া ‘রাজনীতি’ র জন্য শুভ কামনা জানিয়েছেন। বিশেষ করে অনন্ত জলিল ভাই আমাকে ও আমার সন্তানের জন্য আর্শীবাদ করলেন। আর আমাকে আরেকটু শুকানোর সাজেশন দিয়েছেন। আরো মজার কথা হলো, তার প্রোডাকশনের নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি আমি। তবে এটা এখনও চূড়ান্ত কথা না। সামনে এ বিষয়ে আমরা আবারো মিটিংয়ে বসব।


মন্তব্য করুন