অবশেষে ‘কবি’ হচ্ছে, ভারতে শুটিংয়ের অনুমতি পেল
শাকিব খান ও পাওলি দামকে নিয়ে ‘সত্তা’র নির্মাণ ও মুক্তি দিতে অনেক ভোগান্তি সামলেছেন হাসিবুর রেজা কল্লোল। এরপর ‘কবি’র ঘোষণা দিয়েও ময়দানে নামতে পারেননি। শুরুতে শাকিব আগ্রহ প্রকাশ করলেও পরে ব্যাটে-বলে মেলেনি।
সম্প্রতি এ ছবিতে শরিফুল রাজকে চূড়ান্ত করেন কল্লোল। আংশিক শুটিং হবে ভারতে। সে অনুযায়ী তথ্যমন্ত্রণালয় থেকে ভারত গমনের অনুমতিও পেয়েছেন পরিচালক।
তথ্যমন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। সেখানে ‘কবি’র আংশিক শুটিং ভারতে হবে বলে জানা গেছে।
নির্মাতা হাসিবুর রেজা কল্লোল ও শরিফুল রাজ ছাড়াও ‘কবি’র জন্য ভারতে যাওয়ার অনুমতি পেয়েছেন প্রযোজক শামীম আহহেমদ, চিত্রনাট্যকার আখতার ফেরদৌস, চিত্রগ্রাহক সন্দীপ রায় এবং প্রধান সহকারী পরিচালক মামুনুর রশিদ।
ভারতে ‘কবি’র শুটিংয়ের অনুমতি দিলেও বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে তথ্যমন্ত্রণালয়।
এরমধ্যে একটি শর্তে জানিয়েছে, বিদেশে চলচ্চিত্রটি আংশিক দৃশ্য চিত্রায়নের সময় কোনো বিদেশি আর্টিস্ট/কলাকুশলী অংশগ্রহণ করতে পারবে না। যদি করে সেক্ষেত্রে মন্ত্রণালয় থেকে পূর্বানুমতি গ্রহণ করতে হবে। অন্যথায় চলচ্চিত্রটি সেন্সরের জন্য বিবেচিত হবে না।
এদিকে ‘কবি’ সিনেমায় রাজের বিপরীতে শোনা যাচ্ছে ‘প্রিয়তমা’ খ্যাত কলকাতার অভিনেত্রী ইধিকা পালের নাম। যদিও তিনি এখনও ‘কবি’ সিনেমায় চুক্তিবদ্ধ হননি বলে জানিয়েছেন। চলতি সপ্তাহে এই অভিনেত্রী ঢাকায় এসেছিলেন। গত মঙ্গলবার ঢাকা ছাড়ার আগে সাংবাদিকরা ‘কবি’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন করলে ইধিকা জানান, আমার কাছে চিত্রনাট্য এসেছে। কিন্তু যতক্ষণ সবটা পড়ছি, ততক্ষণ কোনও সিদ্ধান্তই জানাতে পারব না। খবর চ্যানেল আই অনলাইন।