Select Page

অবশেষে থাইল্যান্ডে রুহী

অবশেষে থাইল্যান্ডে রুহী

Ruhiবিএমডিবি ডেস্ক: গত ২রা অক্টোবরই থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। কিন্তু সব আয়োজন সম্পন্ন না হওয়ায় যাত্রা বাতিল করতে হয়েছিল। র‌্যাম্প নয় বরং চলচ্চিত্রে অভিনয়ের উদ্দেশ্যেই গতকাল ভোরে থাইল্যান্ডের দিকে রওয়ানা দিয়েছেন র‌্যাম্প মডেল তারকা রুহী। সাথে মায়ানগর টিম। 

রুহী বলেন, এর আগেও একবার এ ছবির কাজে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। যাওয়া হয়নি। এবার ছবির গান ও গল্পের বিভিন্ন দৃশ্যের কাজে যাচ্ছি। মূলত থাইল্যান্ডের মনোরম লোকেশনে গানের চিত্রায়ণের ওপরই আমরা বেশি জোর দেবো।

মায়ানগর চলচ্চিত্র পরিচালনা করছেন শান্তি চৌধুরী। ছবির গল্পে দেখা যাবে, নিপুণ বস্তিতে থাকেন। একদিন এক আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েন তিনি। সেই আলোকচিত্রী নিপুণকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। নিপুণকে তিনি নিয়ে যান রুহীর কাছে। রুহি তাঁকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন। একসময় নিপুণ দেশের জনপ্রিয় মডেল হিসেবে পরিচিতি লাভ করেন। রুহির চরিত্রের নাম রমা।

ছবিতে নায়ক হিসেবে এ দুই নায়িকার বিপরীতে অভিনয় করছেন রোজ ও তানভীর তনু। জানা গেছে, ‘মায়ানগর’র বেশির ভাগ শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। থাইল্যান্ডে গান আর বিশেষ কিছু দৃশ্যের শুটিংয়ের মধ্য দিয়ে পুরো শুটিং শেষ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন রুহি।


Leave a reply