Select Page

অবশেষে শুভর নায়িকা ফারিয়া

অবশেষে শুভর নায়িকা ফারিয়া

arifin shuvo and nusrat faria in the detective film by jaaz multimediaশোনা গিয়েছিল আরিফিন শুভনুসরাত ফারিয়াকে একসঙ্গে দেখা যাবে ‘প্রহরী’ চলচ্চিত্রে। নভেম্বরের শুটিং শুরুর কথা থাকলেও জটিলতায় আটকে গেছে সিনেমাটি। তবে শুভ-ফারিয়া ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই, অন্য একটি সিনেমায় থাকছেন তারা।

জাজ প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ গল্প অবলম্বনে একই নামের এনিমেশন সিনেমা তৈরি করছে। এটি পরিচালনা, এডিট ও অ্যানিমেশন করছেন তপন আহমেদ। ‘ডিটেকটিভ’-এ দর্শক আরিফিন শুভ ও নুসরাত ফারিয়াকে পর্দায় দেখতে পাবেন না। তাদের কণ্ঠ শোনা যাবে শুধু। ছবিটির মঈন চন্দ্র চরিত্রে শুভ ও শৈলবালা চরিত্রে ফারিয়া ডাবিং করছেন। এ ছাড়া বড়বাবু চরিত্রে আলীরাজ ও মনমথ চরিত্রে শাহরিয়াজের কণ্ঠ শোনা যাবে।

‘ডিটেকটিভ’ মুক্তি পাবে ২০১৬ সালে জানুয়ারিতে।


মন্তব্য করুন