অবশেষে শুভর নায়িকা ফারিয়া
শোনা গিয়েছিল আরিফিন শুভ–নুসরাত ফারিয়াকে একসঙ্গে দেখা যাবে ‘প্রহরী’ চলচ্চিত্রে। নভেম্বরের শুটিং শুরুর কথা থাকলেও জটিলতায় আটকে গেছে সিনেমাটি। তবে শুভ-ফারিয়া ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই, অন্য একটি সিনেমায় থাকছেন তারা।
জাজ প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ গল্প অবলম্বনে একই নামের এনিমেশন সিনেমা তৈরি করছে। এটি পরিচালনা, এডিট ও অ্যানিমেশন করছেন তপন আহমেদ। ‘ডিটেকটিভ’-এ দর্শক আরিফিন শুভ ও নুসরাত ফারিয়াকে পর্দায় দেখতে পাবেন না। তাদের কণ্ঠ শোনা যাবে শুধু। ছবিটির মঈন চন্দ্র চরিত্রে শুভ ও শৈলবালা চরিত্রে ফারিয়া ডাবিং করছেন। এ ছাড়া বড়বাবু চরিত্রে আলীরাজ ও মনমথ চরিত্রে শাহরিয়াজের কণ্ঠ শোনা যাবে।
‘ডিটেকটিভ’ মুক্তি পাবে ২০১৬ সালে জানুয়ারিতে।