Select Page

অবশেষে ‌’সংগ্রাম’

অবশেষে ‌’সংগ্রাম’

Shongram_Unofficial-Poster-235x275অবশেষে বড় পর্দায় অভিষেক হতে চলেছে রুহীর। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সংগ্রাম‘ মুক্তি পাচ্ছে ২৮ মার্চ। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রবাসী পরিচালক মনসুর আলী। এতে প্রধান চরিত্রের নাম ‘করিম’। চরিত্রটি রূপায়ণ করেছেন আমান রেজা ও বলিউড অভিনেতা অনুপম খের। করিমের প্রেমিকার নাম আশা। এ চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা ইয়াসমিন রুহী। 

চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, গ্রামের মুসলমান যুবক করিম ভালোবাসে হিন্দু ধর্মাবলম্বী আশাকে। যুদ্ধ শুরু হলে মুক্তিযোদ্ধার দলে নাম লেখায় করিম। অন্যদিকে যুদ্ধের ভয়াবহতায় আশা চলে যায় ভারতে। যুদ্ধ শেষে ফিরে এসে করিম জানতে পারে আশা দেশত্যাগ করেছেন। করিম পাড়ি জমান ইংল্যান্ডে। কেটে যায় ৪৩ বছর। একদিন এক ব্রিটিশ সাংবাদিক করিমের বীরত্বের গল্প শুনে তার সাক্ষাৎকার নিতে আসেন। করিমের বয়ানে যুদ্ধের ভয়াবহতা, বাঙালির সাহসিকতার পাশাপাশি উঠে আসে আশার সঙ্গে তার প্রেমের গল্পও।

বাংলাদেশের বাইরেও এটি মুক্তি দেয়া হবে। পরিচালকের ইচ্ছা প্রথম সপ্তাহে ঢাকার ক’টি হলে মুক্তি দেওয়ার পর ঢাকার বাইরে মুক্তি দেওয়া হবে।


মন্তব্য করুন