Select Page

অসম প্রেম নিয়ে বেলাল আহমেদ

অসম প্রেম নিয়ে বেলাল আহমেদ

13414_e3‘অসম প্রেমের গল্প’ নামে একটি প্রেমের সিনেমা বানাবেন ‘নাগরদোলা’, ‘নয়নের আলো’, ‘নন্দিত নরকে’ খ্যাত পরিচালক বেলাল আহমেদ। ইতিমধ্যে ছবির চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন তিনি। জানালেন, সহসাই ছবির শিল্পী-কুশলী চূড়ান্ত করা হবে। তারপর নির্ধারণ করা হবে শুটিংয়ের দিনক্ষণ।

বেলাল আহমেদ পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অনিশ্চিত যাত্রা’ সরকারি অনুদানে নির্মিত হয়ে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে গত ঈদে মুক্তি পেয়েছে। সুনির্মাতা হিসেবে খ্যাত বেলাল আহমেদ ‘অসম প্রেমের গল্প’ সম্পর্কে বলেন, এটি একটি অন্যরকম প্রেমের গল্প আর শ্রুতিমধুর গান নিয়ে নির্মাণ হবে।

তিনি মানবজমিনকে বলেন, ‘নয়নের আলো’ ছবিতে আমি যে ধরনের গান দর্শকদের উপহার দিয়েছিলাম সেই ধরনের কিছু গান থাকবে এ ছবিতে। গল্প, গান আর নির্মাণশৈলী- সব মিলিয়েই একটি ভাল ছবি উপহার দেয়ার চেষ্টা আমার থাকবে।


মন্তব্য করুন