Select Page

অস্কারের জন্য ছবি আহবান

অস্কারের জন্য ছবি আহবান

বরাবরের মতো এবারও ৮৬তম অস্কারের বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এর উদ্যোগে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও ৮৬তম অস্কার বাংলাদেশ কমিটি রবিন শামসকে মিডিয়া কোঅর্ডিনেটর  মনোনীত করেছে।
৮৬তম অস্কার বাংলাদেশ কমিটি অস্কারের বিদেশী ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র আহবান করেছে।

১ অক্টোবর ২০১২ এর পর মুক্তি পাওয়া বাংলাদেশের  প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ (সাত) দিন প্রদর্শিত সাবটাইটেলসহ  যে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের হাসান হোল্ডিং, ৯ম তলা, ৫২/১ নিউ স্কাটন, ঢাকা ১২১৭ থেকে ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করে ১৮ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য জানানো হয়েছে।


মন্তব্য করুন