Select Page

আইটেম সং গাইলেন কণা

আইটেম সং গাইলেন কণা

kona-bg20130610052657আইটেম গানে কন্ঠ দিলেন জনপ্রিয় শিল্পী কণা। গানটি দেথা যাবে চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াত হোসেনের নতুন চলচ্চিত্র ‘শুধু তুমি’তে।

‘ফুল ফুটিলে চারিদিকে ভ্রমর করে গুঞ্জন’ শিরোনামে এ আইটেম গানটি ৯ জুন মগবাজারের শ্রুতি স্টুডিও-তে গানটি রেকর্ড করা হয়। কথা লিখেছেন নুরুজ্জামান তুষার এবং সুর ও সংগীত করেছেন ঝংকার।

এ গানটির মাধ্যমে ‘শুধু তুমি‘ ছবির মোট ৪টি গানের কাজ সম্পন্ন হলো। বাকি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, আঁখি আলমগীর ও মমতাজ

‘শুধু তুমি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে সুপার হিরো মেহেদীর, বিপরীতে আছেন নিপুণ

উল্লেখ্য, মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘হরিজন‘ বর্তমানে সেন্সরে জমা আছে।

সুত্র: বাংলা নিউজ ২৪.কম


মন্তব্য করুন