Select Page

‘আকাশ যোদ্ধা’র শেষ ২৫ মিনিট হবে আকাশে

‘আকাশ যোদ্ধা’র শেষ ২৫ মিনিট হবে আকাশে

২০২১-২২ অর্থ বছরে এফডিসির উদ্যোগে নির্মিত হচ্ছে ‘আকাশ যোদ্ধা’…

বড় বাজেট ছাড়া সিনেমায় হাত দেন না দীপংকর দীপন। তার সত্ত্বেও দুর্মূল্যের বাজারে তার ওপর ভরসা করে কাজের ভার দেন প্রযোজকরা। দীপনের ক্যারিয়ার গ্রাফ তাই বলছে।

তার নতুন ছবি ‘আকাশ যোদ্ধা’ শুধু বাজেটই নয়, শেষ ক্লাইমেক্সে থাকছে ভীষণ চমক। পরিচালক জানালেন, ২৫ মিনিটের দৃশ্য পুরোটাই হবে আকাশে।

অনেকেই জানেন, এফডিসির প্রযোজনায় জানুয়ারি থেকে ‘আকাশ যোদ্ধা’ ছবির শুটিং করতে যাচ্ছেন দীপন।

এ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, ‘আকাশ যোদ্ধা’ ছবির বেশিরভাগ শুটিং হবে আকাশে। বীর উত্তম শামসুল আলমের জীবনী নিয়ে নির্মিত হবে এ ছবি, যিনি ১৯৭১ সালে ‘অপারেশন কিলো ফ্লাইট’র পাইলট ছিলেন। বড় স্কেলে নির্মিত হতে যাওয়া এ ছবির বাজেট প্রায় ৪ কোটি টাকা!

দীপংকর দীপন বলেন, শামসুল আলমের জীবন পর্যবেক্ষণ করে পুরোপুরি ইমপ্রেসড। আমার কাছে মনে হচ্ছে, ঠিকভাবে এই মানুষের জীবনী দেখাতে পারলে বাঙালি জাতি সাহস পাবে। কারণ তিনি সত্যিকারের হিরোর সংজ্ঞা বদলে দেয়ার মতো কাজ করেছেন। মৃত্যুর আগেও তার মধ্যে গান, ফান, এনার্জি সবকিছুই ছিল। স্ক্রিনের শেষ ২৫ মিনিট পুরোটাই আকাশে। তাই অনেক অংশের শুটিং হবে আকাশে। যদিও এটাতে রিস্ক আছে তবে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।

কয়েক বছর আগে অপারেশন কিলো ফ্লাইট নিয়ে ‘ডু অর ডাই’ নামের সিনেমার জমকালো ঘোষণা দিলেও তখন হয়নি।

এখন ২০২১-২২ অর্থ বছরে এফডিসির উদ্যোগে নির্মিত হচ্ছে ‘আকাশ যোদ্ধা’। তবে ৭০ লাখ টাকা সরকারি অনুদান দিয়ে সিনেমাটি নির্মাণ সম্ভব নয়। তাই এর মধ্যে যুক্ত হয়েছে মেইন স্কয়ার কর্পোরেশন, মোশন পিপল এবং থ্রি হুইলার্স লিমিটেড।

বড় বাজেটের ছবি বানানো প্রসঙ্গে দীপন বলেন, আমাদের দেশে এত বড় আয়োজনে ছবি বানাতে অনেক চাপ থাকে। অন্যান্য দেশে করলে ডিরেক্টরের ডিরেকশন দেয়া ছাড়া কোনো কাজ থাকতো না। কিন্তু আমাদের এখানে ছবি বানানোর জন্য বিভিন্ন সেক্টরের জনবল সেভাবে নেই। এজন্য সবদিকে নজর দিতে হয়।

‘আকাশ যোদ্ধা’র প্রেক্ষাপটটি ১৯৭১ সালের আগস্ট থেকে শুরু করে ৩ ডিসেম্বর পর্যন্ত। এতে দেশের তারকারাই অভিনয় করবেন। জানুয়ারিতে শুটিং শুরু করে আগামী বছরের কোরবানির ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা এ নির্মাতার।

এ দিকে দীপংকর দীপনের নির্মাণাধীন তৃতীয় ছবি ‘অন্তর্জাল’ এর শুটিং প্রায় ৮০ শতংশ শেষ। সাইবার দুনিয়া নিয়ে নির্মিত এ ছবির প্রধান উপদেষ্টা যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে অভিনয় করেছেন সিয়াম, মীম, সুনেরা, এ বি এম সুমন, মাশরুর এনান ও অমিত সিনহা।

এ ছাড়া নুসরাত ইমরোজ তিশা, বাপ্পী চৌধুরী ও নুসরাত ফারিয়াকে নিয়ে ‘ঢাকা ২০৪০’ নামের একটি ছবির শুটিং কিছুদূর করলেও দীপংকর দীপনের ওই সিনেমার কোনো আপডেট নেই প্রতিবেদনে।


মন্তব্য করুন