Select Page

আগামীকালের ছবি: ইভ টিজিং

আগামীকালের ছবি: ইভ টিজিং
Eve-Teasing_B-217x275আগামীকাল ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে কাজী হায়াৎ পরিচালিত ছবি ‘ইভটিজিং‘। ঢাকাসহ সারা দেশে প্রায় ৪৫টি  প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।
বেশ কয়েকমাস আগে থেকেই এ ছবির ব্যতিক্রমধর্মী পোস্টার চোখে পড়েছে দর্শকদের। সমসাময়িক ইস্যু নিয়ে নির্মিত ছবিটি ইতিমধ্যে বেশ আলোচনার জম্ম দিয়েছে।
ইতিমধ্যে প্রিমিয়ার শো-তে ছবিটি প্রশংসিত হয়েছে।
পরিচালক কাজী হায়াৎ বলেন, ‘বর্তমান সময়কে ধরেই ছবিটি নির্মাণ করা হয়েছে। যদি দর্শকেরা এই ছবিটি দেখতে হলমুখী না হন, তাহলে আর ছবি নির্মাণ করার আগ্রহই থাকবে না আমার।’

ছবিটিতে অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, কাজী হায়াৎও মিজু আহমেদ


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?

Shares