Select Page

আগামীকালের ছবি: কিছু আশা কিছু ভালোবাসা ও মন তোর জন্য পাগল

আগামীকালের ছবি: কিছু আশা কিছু ভালোবাসা ও মন তোর জন্য পাগল

5239dfa6ba2a3-Untitled-9আগামীকাল সারা দেশে মুক্তি পাচ্ছে দুটি ছবি। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা‘ ও হানিফ রেজা মিলন পরিচালিত  ‘মন তোর জন্য পাগল‘। দুটি ছবির মাধ্যমে নতুন কয়েকটি মুখের অভিষেক হতে যাচ্ছে।

এম এ হালিম কথাচিত্রের ব্যানারে ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিটিতে অভিনয় করেছেন মৌসুমী, শাবনূর, ফেরদৌস, ইলিয়াস কোবরা, হালিম, নবাগত আবিরহ্যাপী। এই ছবির মাধ্যমে অনেক বছর পর দেশের প্রধান তিন তারকাকে একত্রে পর্দায় দেখা যাচ্ছে। এটি ৭০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

অন্যদিকে ‘মন তোর জন্য পাগল’ ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে । ছবিতে অভিনয় করেছেন নবাগত সানজানা, আরজু, আনাম চৌধুরী, গুলশানারা, হাবিব খান প্রমুখ।


মন্তব্য করুন