Select Page

আগামীকাল থেকে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব

আগামীকাল থেকে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব

ভাষা সৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইন-এর ৯৪ তম জন্মদিন উপলক্ষে ‘পদাতিক নাট্য সংসদ-টিএসসি’ আয়োজন করতে যাচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান’। আগামীকাল সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ নাট্যোৎসবের উদ্বোধন করা হবে।

এবারের নাট্যোৎসব সংগঠনটির অষ্টম আয়োজন। ২০১০ সাল থেকে এ উৎসব আয়োজন করা হচ্ছে। ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারকপ্রাপ্ত ব্যক্তিরা প্রদীপ জ্বালানোর মাধ্যমে এবারের উৎসবের উদ্বোধন করবেন। উৎসব চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।

নাটকে অবদান রাখার জন্য এ বছর ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা’ দেওয়া হবে এস এম সোলায়মান (মরণোত্তর) ও লাকী ইনামকে।

সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে উৎসবের বিস্তারিত তুলে ধরেন দলের অন্যতম সদস্য শামছি আরা সায়েকা। এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ মোসলেহ উদ্দিন, মোমিনুল হক, ওয়াহিদুল ইসলাম ও হামিদুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এই আয়োজনে দেশের ও দেশের বাইরের ১০টি নাটকের দল অংশগ্রহণ করবে। এগুলো হল পদাতিক নাট্য সংসদ, আরণ্যক নাট্য দল, মহাকাল নাট্য সম্প্রদায়, থিয়েটার আর্ট ইউনিট, নাগরিক নাট্যাঙ্গন, প্রাচ্যনাট, বটতলা, বাতিঘর, অন্বেষা থিয়েটার (ময়মনসিংহ) ও ভারতের কার্টেন কল।

উদ্বোধনী দিনে দুটি নাটক মঞ্চস্থ হবে। সন্ধ্যা ৭টা ১৫মি. বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে প্রাচ্যনাট মঞ্চস্থ করবে কইন্যা ও পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭ টায় বটতলা মঞ্চস্থ করবে ‘ক্রাচের কর্নেল’। নাট্যোৎসবের ২য় দিনে জাতীয় নাট্যশালার মূল হলে কার্টেন কল (ভারত) মঞ্চস্থ করবে ‘পড়শি বসত করে’ ও পরীক্ষণ থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদ মঞ্চস্থ করবে ‘গহনযাত্রা’। তৃতীয় দিনে প্রাচ্যনাটের ‘কইন্যা’ এবং পদাতিক নাট্য সংসদের ‘কালরাত্রি’ মঞ্চস্থ হবে যথাক্রমে নাট্যশালার মূল এবং পরীক্ষণ থিয়েটার হলে। জাতীয় নাট্যশালার মূল হলে পরবর্তী তিন দিনে বটতলার ‘ক্রাচের কর্ণেল’, আরণ্যক নাট্যদলের ‘দি জুবলী হোটেল’ এবং নাগরিক নাট্যাঙ্গনের ‘ক্রীতদাসের হাসি’ মঞ্চস্থ হবে। অন্যদিকে পরীক্ষণ থিয়েটার হলে একই সময়ে মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইন্সটিটিউটের ‘আমেনা সুন্দরী’, বাতিঘরের ‘উর্ণাজাল’ এবং মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘শিখন্ডী কথা’।

প্রতিদিন সন্ধ্যা ৭.১৫ মিনিটে নাটক শুরু হবে।


মন্তব্য করুন