Select Page

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘পোড়ামন’

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘পোড়ামন’

2013-06-09-06-35-29-51b42231dfabb-poramon-bilboard-1আগামীকাল ১৪ জুন ঢাকাসহ সারা দেশে প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত চলচ্চিত্র পোড়ামন

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এই ছবিতে অভিনয় করেছেন মিলন, সায়মন সাদিক, মাহি, মিশা সওদাগর, আলীরাজ, ডন, শিব সানু, মনিরা মিঠু, বিপাশা, সারিকা প্রমুখ।

ছবির গান লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, শফিক তুহিন ও জাকির হোসেন রাজু। কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পুলক, খেয়া, মিমি, মনির ও শফিক তুহিন। সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শফিক তুহিন ।

মুক্তির আগেই চলচ্চিত্রটি বেশ আলোড়ন তুলেছে।

সুত্র: প্রথম আলো


মন্তব্য করুন