Select Page

আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে এক পায়ে নূপুর

নিজস্ব প্রতিবেদক: গ্রামকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে – এই সংলাপকে প্রাধান্য দিয়ে বাবুল রেজা নির্মান করেছেন এক পায়ে নূপুর। আগামী ৩০ অগাস্ট ছবিটি সারা বাংলাদেশে মুক্তি পাচ্ছে।
এক পায়ে নূপুর ছবিতে গ্রাম বাংলার দুষ্টু চপলা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আন্না। দরিদ্র কৃষকের মেয়ে আন্নার স্বপ্ন পায়ে আলতা দিয়ে নূপুর পরবে। কিন্তু সেই স্বপ্ন পূরন হবে কিনা তাই নিয়ে ছবির গল্প।
আন্না ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমান, সাজিদ, সংগ্রাম, উপমা, শেখ সানোয়ার, আমির সিরাজী, গুলশান আরা, মতিকামরুল ইসলাম প্রমুখ।
শেখ সানোয়ার প্রযোজিত এক পায়ে নূপুর ছবির পরিচালক বাংলা মুভি ডেটাবেজ প্রতিবেদককে বলেন, গ্রাম বাংলার দর্শকদের কথা মাথায় রেখে ছবিটি নির্মান করা হলেও সকল শ্রেণির দর্শকদের ভালো লাগবে।


Leave a reply