Select Page

আজ থেকে ৩০ হলে ‘আগামীকাল’, দেখুন তালিকা

আজ থেকে ৩০ হলে ‘আগামীকাল’, দেখুন তালিকা

শুক্রবার মুক্তি পাচ্ছে ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে তৈরি সাইকোলজিক্যাল থ্রিলার ‘আগামীকাল’।

অঞ্জন আইচ পরিচালিত এ ছবিতে প্রধান তিন চরিত্রে আছেন জাকিয়া বারী মম, মামনুন হাসান ইমন ও সূচনা আজাদ।

প্রযোজনা সূত্রে জানা গেছে, সারাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আগামীকাল’।

রাজধানীতে চলবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল,  সীমান্তসম্ভার, সনি স্কয়ার আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, শ্যামলী, আনন্দ, চিত্রামহল, লায়ন সিনেমাস ও সংগীতে।

ঢাকার বাইরে দেখা যাবে সুগন্ধা, সিলভারস্ক্রীন – চট্টগ্রাম, নিউমেট্রো, সিনেস্কোপ – নারায়ণগঞ্জ, রুটস সিনেক্লাব – সিরাজগঞ্জ, মনিহার – যশোর, মধুবন – বগুড়া, শাপলা – রংপুর, মডার্ন – দিনাজপুর, তামান্না – সৈয়দপুর, সংগীতা – খুলনা, পূরবী – ময়মনসিংহ, নন্দিতা – সিলেট, বনলতা – ফরিদপুর, মিলন – মাদারীপুর, পূর্বাশা – শান্তাহার, রাজিয়া – নাগরপুর, অভিরুচি – বরিশাল, চাঁদমহল – কাঁচপুর এবং বর্ষা – জয়দেবপুরে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, টুটুল চৌধুরী, সাবেরী আলম, সুজাত শিমুল, আশিস খন্দকার প্রমুখ।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares