Select Page

আজ মুক্তি পাচ্ছে নিষ্পাপ মুন্না

বদিউল আলম খোকন পরিচালিত এবং শাকিব খানসাহারা অভিনীত চলচ্চিত্র ‘নিষ্পাপ মুন্না‘ আজ মুক্তি পাচ্ছে। ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেহানা জলি, নাসরিন ইত্যাদি।

ছবির কাহিনীঃ জেলখানায় জন্ম হয় মুন্নার। জন্মের সময় তার মা মারা যায়। জেলার মুন্নাকে জেলখানা থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন। তাঁর স্ত্রী নিজের ছেলের মতো বড় করতে থাকেন ছেলেটিকে। কিন্তু পরিবারের অন্য সদস্যরা মুন্নাকে মেনে নিতে পারে না। এর মধ্যে জেলারের ছোট ভাই বিদেশ থেকে দেশে ফিরে একদিন চড়াও হন জেলারের স্ত্রীর ওপর। এরপর জেলারের স্ত্রীর হাতে খুন হন তিনি। তবে নিজের কাঁধে এই খুনের দায়িত্ব নিয়ে নেয় মুন্না। ১২ বছর জেল হয় তার। দীর্ঘদিন জেল খেটে বের হয় সে। এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এরপর জানা যায়, মুন্নার জীবনের আসল সত্য।

– বিএমডিবি ডেস্ক


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares