Select Page

আদালতে রিট : উৎসবে যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবি নয়

আদালতে রিট : উৎসবে যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবি নয়

এখন থেকে ঈদ, পয়লা বৈশাখসহ বিভিন্ন উৎসবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে যৌথ প্রযোজনা কিংবা আমদানি করা কোনো ছবি মুক্তি দেওয়া যাবে না। প্রথম আলো জানায়, এ সংক্রান্ত এক রিটে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ ও এ কে এম জহিরুল হক গত বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন।

পাশাপাশি কেন যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবি বাংলাদেশের উৎসবের দিনে দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি অবৈধ হবে না—এ-সংক্রান্ত একটি রুল জারি করেছেন। তথ্যসচিব, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, তথ্য মন্ত্রণালয়ের উপসচিবকে (চলচ্চিত্র) চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।

বুধবার নিপা এন্টারপ্রাইজের পক্ষে প্রযোজক সেলিনা বেগম উক্ত আদালতে বিদেশি ছবি বাংলাদেশের বিশেষ দিবসগুলোতে প্রদর্শনের স্থগিত চেয়ে এই রিট করেন। রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মাহবুব শফিক।

বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার শফিক আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘মহামান্য আদালত যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবিগুলো দেশিও প্রেক্ষাগৃহে মুক্তির ওপর স্থগিতাদেশ দিয়েছেন। আশা করছি, এ স্থগিতাদেশ দেওয়ার কপিটি আগামী রোববার হাতে পাব।’

বেশ আগেই উৎসবে বিদেশি সিনেমা মুক্তি না দেওয়ার আহ্বান জানান চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন।

এর আগে ‘সুপার হিরো’ সিনেমার বিরুদ্ধে বিদেশি লোকেশনে ব্যবহারে অনিয়মের অভিযোগ আনে নিপা এন্টারপ্রাইজ।

উল্লেখ্য, এবারের ঈদে ভারতীয় সিনেমা ‘সুলতান’ ও ‘ভাইজান এলো রে’ মুক্তির জোর প্রচেষ্টা চালাচ্ছে আমদানিকারকরা।


মন্তব্য করুন