Select Page

‘আদিম’ ট্রেলার: বাংলা সিনেমায় নতুন গল্প

‘আদিম’ ট্রেলার: বাংলা সিনেমায় নতুন গল্প

ট্রেন স্টেশন ঘিরে মানুষের বেঁচে থাকার গল্প নিয়ে ছবি ‘আদিম’। প্রেম-ভালোবাসা, লোভ, অপরাধ ও অনুশোচনা; সবকিছুই আছে এখনকার মানুষের। যা আমরা বিশেষভাবে খেয়াল করার কথা কখনো ভাবি না। খারাপভাবে দাগিয়ে রাখি। সেই গল্পকে রাখডাকহীনভাবে প্রকাশের ছবি ‘আদিম’, পরিচালক যুবরাজ শামীম।

সিনেমাটি মস্কো আন্তর্জাতিক উৎসবে সেরার পুরস্কার জিতেছে। অংশ নিয়েছে বিভিন্ন মহাদেশের উৎসবে। সব মিলিয়ে যুবরাজ শামীম এখন বিশ্বে বাংলা সিনেমার নতুন দূত।

ট্রেলার থেকে গতানুগতিক উৎসবের সিনেমা হিসেবে ‘আদিম’কে ভাবা যায় না। যথেষ্ট গতি ও উত্তেজনার খোরাক আছে তা বোঝাই যাচ্ছে।

সাদা-কালো রং বিন্যাসে ডার্ক ফিল দেয়া ‘আদিম’-এর শুটিং হয়েছে টঙ্গীর একটি বস্তিতে; সেটা এখন সবার জানা।

সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও ‌‘আদিম’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।

আগামী ২৬ মে ‘আদিম’ মুক্তি পাবে। হিন্দি সিনেমার দাপটে হল সংকটের আশঙ্কা থাকলেও যুবরাজ শামীম তার প্রথম সিনেমাটি দর্শকদের এ দিন থেকে দর্শকদের দেখাবেন; সেটাই নিশ্চিত।


Leave a reply