
আনোয়ার হোসেনের সহযোগিতায় অনন্ত-বর্ষা দম্পতি
নবাব সিরাজউদদৌলা খ্যাত অভিনেতা আনোয়ার হোসেনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন অনন্ত-বর্ষা দম্পতি। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার হোসেনকে দেখতে গিয়ে আনোয়ার হোসেনের স্ত্রী নাসিমা আনোয়ারের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন তারা।প্রবীণ এই অভিনেতা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন। গত ১৮ জুন তিনি তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসি ঘুরে গিয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অনন্ত-বর্ষা দম্পতি আনোয়ার হোসেনের স্ত্রী নাসিমা আনোয়ারের সাথে দীর্ঘ সময় কাটিয়ে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। আনোয়ার হোসেনকে স্বর্ণযুগের গুরুত্বপূর্ণ অভিনেতা হিসেবে উল্লেখ করে অনন্ত বলেন, ‘এক সময়ের জনপ্রিয় মানুষটিই আজ অসুস্থ হয়ে অনেকটা অবহেলায় আছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টই বলুন আর সরকারের পক্ষ থেকেই বলুন, কারও কোনো নজর নেই এই দিকে। এমনটা অনেক তারকার বেলায় ঘটেছে। এই নিয়মটা বদলানো দরকার।’
সূত্র: ইত্তেফাক
আমাদের সুপারিশ