Select Page

আফরান নিশোর দুই সিনেমার চেয়েও বড় খবর নতুন প্রযোজনা প্রতিষ্ঠান

আফরান নিশোর দুই সিনেমার চেয়েও বড় খবর নতুন প্রযোজনা প্রতিষ্ঠান

আড়ালে যাওয়া আফরান নিশোর দুই সিনেমা আলোচনা হচ্ছে। হওয়ারই কথা। তবে এর চেয়ে বড় খবর হলো, বাংলাদেশের বাজারে পাকাপাকি নোঙর করল কলকাতার শ্রী ভেঙ্কটেক ফিল্মস ওরফে এসভিএফ। এর আগে চরকি ও আলফা আইয়ের সঙ্গে শুটিং চলতি ‘তুফান’ ও ঘোষণায় থাকা ‘দম’ নিয়ে আলোচনায় এলেও এখন স্বতন্ত্র প্রতিষ্ঠান আকারে কার্যক্রম পরিচালনা করবে। সেই উদ্যোগ থেকে দৃশ্যত প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান চরকিকে বাদ পড়তে দেখা গেলেও ভেতরের খবর কী স্পষ্ট নয়।

শাহরিয়ার শাকিল, মহেন্দ্র সোনি ও আফরান নিশো

মূলত খবর হলো, ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ও ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলাদেশে গঠিত হয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। প্রথম আলোর এক প্রতিবেদন এ তথ্যের সঙ্গে আরো বলছে, দেশের একটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম এই দুই চলচ্চিত্র দুটির সঙ্গে সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি এখনই প্রকাশ্যে আনতে চায় না এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

এদিকে গত বছর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আফরান নিশো। তবে কোনো সিনেমায় পাওয়া যায়নি নিশোকে। অনেকটা ডুব দিয়েছেন তিনি। কী করছেন নিশো? সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন নিশোর অনুরাগীরা। অনুরাগীদের অপেক্ষার ইতি ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা। একটি নয়, এক জোড়া সিনেমায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে দুটি সিনেমার চুক্তি সেরেছেন নিশো।

দুই সিনেমার মূল চরিত্রে থাকছেন নিশো। তবে ছবির নাম, ছবিটি কে পরিচালনা করছে, তা এখনো খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

এত দিন কেন আড়ালে ছিলেন?—এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, ‘যেকোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সব ক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যতটা ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সে জন্য তো সময় দিতেই হবে। সময় দেওয়া আর নেওয়ার মাঝেই তো ভালো সিনেমা। তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, এই হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাবার আগ্রহ সৃষ্টি করে।’

সিনেমায় ফেরা নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেতা। তার ভাষ্যে, ‘অনেক নিখোঁজের মাঝে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের খোঁজ পেয়েছি। যাঁরা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন। তাঁরা আমাকে এবং আমি তাঁদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত।’

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আফরান নিশোর বড় পর্দায় ফিরে আসা এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করেছেন। আমাদের আসন্ন চলচ্চিত্রগুলোতে তিনি যে অভিনয় কারিশমা দেখাবেন, তা দর্শকদের সামনে উন্মোচনের অপেক্ষায় রয়েছি।’ নিশোর ফেরা নিয়ে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনিও দারুণ আশাবাদী।

দুই দশক ধরে কাজ করছে ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই স্টুডিওজ লিমিটেড। অন্যদিকে ২৮ বছর ধরে চলচ্চিত্র নির্মাণ করছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।

নিশো অভিনীত প্রথম সিনেমা সুড়ঙ্গ যৌথভাবে প্রযোজনা করেছিল আলফা-আই স্টুডিওজ লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফি।

এর আগেও ঢাকায় বড় পরিসরে কাজ করতে চেয়ে ব্যর্থ নয় এসভিএফ। সে পথ অনেকটাই সুগম করে প্রতিষ্ঠানটির ওটিটি প্লাটফর্ম হৈচৈ। এরপর এগিয়ে আসে আলফা আই ও চরকি।


Leave a reply