Select Page

আবারও চলচ্চিত্র অভিনয়ে আঁখি

আবারও চলচ্চিত্র অভিনয়ে আঁখি

64399_e3ছোটবেলায় আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর।  আনোয়ার হোসেনের সাথে নেচে নেচে গান গাওয়ার দৃশ্যটা নিশ্চয় অনেকের মনে আছে। সেই আঁখি আবার চলচ্চিত্রে অভিনয় করেছেন।

নতুন পরিচালক শান্তি চৌধুরীমায়ানগর’ ছবির একটি গানে অভিনয়ের প্রস্তাব দেন আঁখিকে। সেই সঙ্গে গানটি গাইবারও। প্রস্তাবটা আঁখির ভাল লেগে যায়।

তেজগাঁওর একটি স্টুডিওতে আঁখিকে নিয়ে শুটিং করলেন পরিচালক শান্তি চৌধুরী। ইমদাদুল হক খোকনের কম্পোজিশনে নাচ-গানের দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন রেকর্ডসংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান

শুটিং শেষে আঁখি, কাজটি তার খুবই ভালো লেগেছে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন