Select Page

আবারও ফারিয়ার প্রথম সিনেমা

আবারও ফারিয়ার প্রথম সিনেমা

om-faria

ওমের সঙ্গে নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা ‘হিরো ৪২০’। সম্প্রতি চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে। মুক্তি পেয়েছে কয়েকটি ভিডিও। তবে ওই সিনেমায় রিয়া সেনের সঙ্গে ওমকে ভাগাভাগি করতে হয়েছে।

এবার শুধু ফারিয়ার সঙ্গে অভিনয় করবেন ওম। নতুন সিনেমাটির নাম ‘প্রেমী ও প্রেমী’।

মজার বিষয় হলো, ফারিয়ার অভিষেক সিনেমার নাম ছিল ‘আশিকী’। পরে নামটি পরিবর্তন করা হয়। কিন্তু কে জানত নামটি ফারিয়ার কপালেই আছে। এরই মধ্যে তিনি ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

‘প্রেমী ও প্রেমী’ পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। ২২ জানুয়ারি কলকাতায় ছবিটির মহরত, আর ৩০ জানুয়ারি শুরু হবে শুটিং। সিনেমার ক্যামেরা চলবে কলকাতা, ঢাকা, বান্দরবান ও হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটির নানা লোকেশনে।


মন্তব্য করুন