Select Page

আবারও শাকিব-ডিপজল

আবারও শাকিব-ডিপজল

5_34093শাকিব খানের নায়ক হিসেবে প্রতিষ্টার পেছনে ডিপজলের অবদান সবারই জানা। তিনি টানা পোড়নের মাঝে তাদেরকে অনেক দিন একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। আবার ডিপজলও অনেক দিন পর্দার বাইরে ছিলেন। আবার তারা একসঙ্গে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে। সাথে আরো থাকছেন ফেরদৌস

তবে এটি সাম্প্রতিক সময়ে নির্মিত কোনো নয়। ছবিটি নির্মিত হয়েছিল ছয় বছর আগে। কিন্তু সেন্সর সনদ মিলেছে কাছাকাছি সময়ে।
চলচ্চিত্রটির শিরোনাম ‘লাট্টু কসাই’। পরিচালক পি এ কাজল। এর আগে শাকিব ও ডিপজল একসঙ্গে অভিনয় করলেও ফেরদৌসের কখনো ডিপজলের সঙ্গে কাজ করা হয়নি। কিংবা তারা তিনজন একই চলচ্চিত্রে কাজ করেননি।
গল্পে দেখা যাবে ডিপজল একজন সামান্য কসাই থেকে কীভাবে নেতৃস্থানীয় ব্যক্তিতে পরিণত হন। আর শাকিব হচ্ছেন একজন প্রতিবাদী যুবক। সমাজের উপরতলার মানুষের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাদের রোষানলে পড়েন তিনি। অন্যদিকে বস্তির ছেলে ফেরদৌস বস্তিতে থেকে নানা অপকর্ম করে বেড়ায়। এক সময় শাকিবের সংস্পর্শে এসে ভালো মানুষে পরিণত হয় এবং অন্যায় রুখতে শাকিবকে সহযোগিতা করে সে।
নতুন বছরের শুরুতে এটি মুক্তি দেওয়া হবে।


মন্তব্য করুন