আবারো শাকিবের ‘লুক’ উম্মাদনা
ঢালিউডে বছরের অন্যতম হিট সিনেমার খেতাব পেয়েছে শাকিব খানের ‘শিকারি’। কিং খানের নতুন লুকের কারণে সিনেমাটির বিক্রি-বাট্টা ভালো হলেও গল্প তেমন প্রশংসা পায়নি। সে তুলনায় লুক ও গল্পের কারণেই বেশি ব্যবসা করেছে জিতের ‘বাদশা দ্য ডন’।
আবারো ভোল পাল্টালেন শাকিব। সেটাও যৌথ প্রযোজনার সিনেমার জন্য। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে নতুন সিনেমা ‘নবাব’র কিছু স্থিরচিত্র। তা নিয়ে ভক্তদের উল্লাসের কমতি নেই।
মাসখানেক আগে কক্সবাজারে ‘নবাব’র শুটিং শুরু হয়। বর্তমানে কলকাতায় ছবিটির চিত্রায়ন হচ্ছে।
এই ছবিতেও পাওয়া যাবে শাকিবের ভিন্ন এক লুক। মুখে খোঁচা খোঁচা দাঁড়ি, নবাবী স্টাইলে গোঁফ, আকর্ষণীয় হ্যান্ডসাম ফিগার!
কলকাতার শুটিং শেষে শাকিব দেশে আসবেন ২ জানুয়ারি। তারপর আবার উড়াল দেবেন থাইল্যান্ডে। সেখানেই হবে নবাব ছবির ক্যামেরা ক্লোজ। ‘নবাব’ পরিচালনা করছেন জয়দেব মুখার্জি। শাকিবের বিপরীতে অভিনয় করছেন শুভশ্রী।
আশা করা যায়, ‘শিকারি’ থেকে শিক্ষা নিয়ে লুকের পাশাপাশি গল্পেও মনোযোগ হয়েছেন শাকিব।