Select Page

আমি শুধু চেয়েছি তোমায়

আমি শুধু চেয়েছি তোমায়
4_67501যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিটি। পরিচালনায় আছেন বাংলাদেশের অনন্য মামুন এবং কলকাতার অশোক পাতি। ৪ এপ্রিল থেকে ছবিটির বাংলাদেশে শুটিং শুরু হবে। যৌথভাবে প্রযোজনা করছে এসকে মুভিজ ও অ্যাকশান কাট।
এ ছবিতে অভিনয় করছেন কলকাতার অংকুশ, শুভশ্রী এবং বাংলাদেশের  মিশা সওদাগরসহ  একাধিক কলাকুশলী। আগামী মাসের প্রথম সপ্তাহে শুভশ্রী ঢাকায় এসে তার শুটিংয়ের কাজ শেষ করবেন বলে জানালেন নির্মাতা।

এর আগেও এক কিস্তি শুটিং হয়ে গেছে বাংলাদেশে। শুভশ্রী আর অংকুশ টানা এক সপ্তাহ ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করবেন বলে জানা যায়।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares