
আমি শুধু চেয়েছি তোমায়

এ ছবিতে অভিনয় করছেন কলকাতার অংকুশ, শুভশ্রী এবং বাংলাদেশের মিশা সওদাগরসহ একাধিক কলাকুশলী। আগামী মাসের প্রথম সপ্তাহে শুভশ্রী ঢাকায় এসে তার শুটিংয়ের কাজ শেষ করবেন বলে জানালেন নির্মাতা।
এর আগেও এক কিস্তি শুটিং হয়ে গেছে বাংলাদেশে। শুভশ্রী আর অংকুশ টানা এক সপ্তাহ ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করবেন বলে জানা যায়।