Select Page

আমি ৩০ বছর বয়সে নায়িকা হতে চাই না – ভাবনা

আমি ৩০ বছর বয়সে নায়িকা হতে চাই না – ভাবনা

55520_b4জনপ্রিয় মডেল অভিনেত্রী আহসান হাবীব ভাবনা এমনটিই বললেন। স্পষ্ট জানিয়ে দিলেন ২০-৩০ বছরের মধ্যেই তিনি নায়িকা হতে চান, গণহারে বিজ্ঞাপন আর টিভি নাটকে অভিনয় করবেন, কিন্তু ত্রিশ বছরের পরে নায়িকা সাজবেন না। প্রয়োজন হলে তখন তিনি চরিত্রাভিনেত্রীতে রূপান্তরিত হবেন। ভাবনার এই উক্তি কি টেলিভিশন থেকে চলচ্চিত্রের নায়িকা হওয়া বিশেষ কোন নায়িকার দিকে ইঙ্গিত কিনা তা তিনি স্পষ্ট করেন নি।  উল্লেখ্য, ভাবনা এখনো কোন চলচ্চিত্রে কাজ করা শুরু করেন নি।

সূত্র: মানবজমিন


১ টি মন্তব্য

মন্তব্য করুন