Select Page

আরেফিন শুভ আহত

আরেফিন শুভ আহত

53482338e0456-Untitled-1কিস্তিমাত ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন আরেফিন শুভ। জানা গেছে, ঘোড়ায় চড়ে শুটিং করছিলেন শুভ। রাস্তায় থামানো ট্রাকের সঙ্গে ঘোড়ার ধাক্কা লাগে। এ সময়  পায়ে আঘাত পান। বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরে এই ঘটনা ঘটে। পরে তাকে মেট্রোপলিটন ক্লিনিকে আনা হয়।

শুক্রবার শুভ সংবাদমাধ্যমকে জানান, তিনি ডান পায়ের হাঁটুতে ব্যথা পেয়েছেন। হাসপাতালে আসার পর তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তাঁকে সপ্তাহ দুয়েক পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কিস্তিমাত ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন শুভ। ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান


মন্তব্য করুন