Select Page

আরো কালারফুল মোশাররফ করিম

আরো কালারফুল মোশাররফ করিম

Capture

মোশাররফ করিমের অভিনয়ে একঘেয়েমীর কথা অনেকে বলেন। একই ধরনের চিত্রনাট্যের কারণে সাধারণত এমনটা হয়ে থাকে। কিন্তু অভিনয়ে বরাবর সিরিয়াস তিনি। একটু অন্যরকম চরিত্র পেলে আরো বেশ ঝলসে উঠেন এ অভিনেতা। আর সিনেমার গল্পে তো একদম অন্যরকম মোশাররফ। সর্বশেষ সিনেমা ‘জালালের গল্প’-এ বেশ জমিয়ে দিয়েছিলেন মোশাররফ করিম। এবার তিনি শুরু করলেন নতুন সিনেমা। নামটাও বেশ অদ্ভুত। কালা’র ফুল। দর্শকও দেখবেন কালারফুল মোশাররফ করিমকে।

সিনেমাটির গল্পও অদ্ভুত— একটি একতলা বাড়ির ছাদের চিলেকোঠায় থাকে কালা। সূর্য ডোবার পর তাকে এই বাড়ি থেকে বের হতে দেখা যায়, আবার সূর্য ওঠার আগে তিনি চিলেকোঠায় ঢুকে পড়েন। অদ্ভুত ব্যাপার হলো শত্রুপক্ষ বিভিন্ন সময় তাকে মারতে এসে বাড়ি তল্লাশি করেও খুঁজে পায় না। এখানে কালা মূলত সমাজের চেইঞ্জ মেইকার। তাকে খুন করতে দেখা যাবে, কিন্তু প্রতিটা খুনে মিশ্রিত থাকবে এলাকাবাসীর স্বস্তির নিঃশ্বাষ। এমন রহস্য নিয়ে সিনেমা কালা’র ফুল।

কালা চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। সিনেমাটি নির্মাণ করছেন আলম আশরাফ। ইতোমধ্যেই কিছু অংশের চিত্রধারণ সম্পন্ন হয়েছে। প্রমোশনালের শুটিং শেষ হয়েছে ২৬ অক্টোবর। জানুয়ারিতে শুটিং পুরোদমে শুরু হবে।

 


মন্তব্য করুন