Select Page

‘আর মোস্ট ওয়েলকাম নয়’

‘আর মোস্ট ওয়েলকাম নয়’

10300026_243657499160099_4274861078127274899_n‘তোদের মতো দেশদ্রোহীকে আমি ভালো হওয়ার জন্য মোস্ট ওয়েলকাম জানিয়েছিলাম, তোরা ভালো হসনি। তাই আর মোস্ট ওয়েলকাম নয়, এবার গুড বাই’—ছবি পাইরেসির সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্দেশে চিত্রনায়ক অনন্ত এভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জাতীয় মেধাসম্পদ দিবস উপলক্ষে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক আলোচনা সভায় নিজের অভিনীত ‘মোস্ট ওয়েলকাম টু’ সিনেমার একটি সংলাপ অনুসরণ করে জলিল এই হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানটি আয়োজন করে ‘ইনটেলেকচুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েশন’। সংগঠনটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনন্ত জলিল। পাইরেসি ঠেকাতে তিনি শিক্ষার্থী ও যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি পাইরেসি ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছেও কঠোর আইন প্রণয়নের দাবি জানান তিনি।

অনন্ত জলিলের বক্তব্যের শেষ পর্যায়ে আসেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। আলোচনাসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন, ইনটেলেকচুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ ভূঁইয়া প্রমুখ। পাইরেসি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।


Leave a reply