Select Page

‘আলহামদুলিল্লাহ’, বিয়ের ঘোষণায় বললেন মাহি

‘আলহামদুলিল্লাহ’, বিয়ের ঘোষণায় বললেন মাহি

কয়েকদিন আগে আবার বিয়ে করেছেন মাহিয়া মাহি, এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে সোমবার প্রথম প্রহরে শুভ কাজটি সম্পন্ন করলেন। এর পরপর ‘আলহামদুলিল্লাহ’ লিখে খবরটি দেন সোশ্যাল মিডিয়ায়।

মাহি ও রাকিব

মাহির বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব। সাম্প্রতিক গুঞ্জনে তারা পরস্পরকে বন্ধু বলে পরিচয় নিয়ে আসছিলেন।

নায়িকা জানান, সোমবার রাত ১২টা ৫ মিনিটে তাদের বিয়ে সম্পন্ন হয়। ফেসবুক পোস্টে ছবিসহ এ তথ্য জানিয়ে সবার দোয়া চেয়েছেন মাহি।

মাহি লিখেছেন, আলহামদুলিল্লাহ। আজ ১৩ সেপ্টম্বর, রাত ১২টা ০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।

ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের সাজ-পোশাকে মাহি বিয়ে নিবন্ধন খাতায় সই করছেন, পাশে বর রাকিব সরকার।

গত মে মাসে মাহিয়া মাহি নিজেই ফেসবুকে ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছিলেন। বিচ্ছেদের পর থেকে এই অভিনেত্রীর বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শুরু হয় গুঞ্জন।

জুন মাসের এক রাতে হঠাৎ করেই মাহি ফেসবুকে লেখেন, ‘ওয়েল, আই ক্যান ফিল ইউ ইন সংস, মুভিজ অ্যান্ড এভরিহয়ার, আলহামদুলিল্লাহ!’ (ভালো! গান, সিনেমা, সর্বত্রই আমি তোমাকে অনুভব করতে পারি, আলহামদুলিল্লাহ)।’

তখনই নতুন প্রেমের গুঞ্জন চারদিকে চাউর হয়। সেদিন মেহেদিতে রাঙানো ছিল মাহির হাত। আর পরনে ছিল গোলাপি রঙের একটি শাড়ি। তার পাশেই পাঞ্জাবি পরে ছিলেন গাজীপুরের রাকিব।

এরপরই মাহির ফেসবুক স্ট্যাটাসগুলো আরও রোমান্টিক হয়ে ওঠে। ১৪ জুন লেখেন, ‘মিসিং ইউ।’ ১৮ জুন, ‘আমি সারা দুনিয়া ঘুরিয়া দেখি, সুখ তো আমার ব্যালকনিতেই ছিল।’ এরপরই লেখেন, ‘একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না।’

পরের মাসে ফেসবুকে লেখেন, ‘আমি ১২ বছরের সম্পর্ক ভেঙে যেতে দেখেছি, আবার ১২ দিনের সম্পর্ক আজীবন টিকে যেতেও দেখেছি।’

এখানেই শেষ নয়। জুন মাসের শেষ সপ্তাহে মাহি ফেসবুকে তিনবার লেখেন, ‌‘আলহামদুল্লিলাহ’। আগস্ট মাসের ৬ তারিখে আবারও একইভাবে লেখেন, ‘আলহামদুল্লিলাহ’। এরপর গত ১৯ আগস্ট তিনি যান ঢাকার বাইরে কোনও এক সৈকতে। ধারণা করা হয়েছে সেটা হানিমুন ছিলো। পরের চার-পাঁচ দিন শুধু নিজের একার ছবি পোস্ট করেন মাহি। তবে শেষের দিকে ২৫ আগস্ট দুই পরিবারের সদস্যদের সঙ্গে তার ছবি পাওয়া যায়।

অবশেষে মাহি ঘোষণা দেন, আগামী ১৩ সেপ্টেম্বর সোমবার তিনি ভক্ত ও দর্শককে সারপ্রাইজ দেবেন। সেই কথা রাখলেন এই অভিনেত্রী।

বর রাকিব সরকারের স্ত্রী রয়েছে, রয়েছে সন্তানও। সেই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়িও হয়েছে কি না জানা যায়নি। তিনি গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই। নিজেও রাজনীতির সঙ্গে যুক্ত।

এ দিকে বিয়ের খবরে মাহিকে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের সহকর্মীরা। নির্মাতা মুশফিকুর রহমান গুলজার লিখেছেন, অভিনন্দন ও শুভ কামনা। শিহাব শাহীন লিখেছেন, অনেক অনেক অভিনন্দন মাহি। অভিনেত্রী নুসরাত ফারিয়া লিখেছেন, মাহি ভালোবাসা নে। জাহারা মিতু লিখেছেন, অভিনন্দন আপু। এ ছাড়া শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহমান মানিক, নিপুন আক্তার, শাহনূর, দেবাশীষ বিশ্বাস, নিশাত সালওয়ার প্রমুখ।


Leave a reply