Select Page

আলোচনা তুলেও মুক্তি পাচ্ছে না ‘রংবাজ’

আলোচনা তুলেও মুক্তি পাচ্ছে না ‘রংবাজ’

ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে না ‘রংবাজ’। অথচ এ ছবি নিয়ে কত কাণ্ড। এর ছবিকে কেন্দ্র করেই শাকিব, অপু ও বুবলির সমীকরণ গণমাধ্যমে প্রকাশ হয়। এর শিডিউল ঠিক রাখতে গিয়ে নিষেধাজ্ঞায় পড়া শাকিবকে নিয়ে সিনেমা করে নিষিদ্ধ হন শামীম আহমেদ রনি।

ঈদে মুক্তি দেওয়ার জন্য ছবিটি নিয়ে তাড়াহুড়ো করা হলেও শেষ পর্যন্ত ছবিটি এ মুহূর্তে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান মেসার্স রূপরং চলচ্চিত্র। ছবিটিতে ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসেরও বিনিয়োগ রয়েছে। তবে এটি যৌথ প্রযোজনার ছবি নয়।

প্রযোজক মোজাম্মেল হক সরকার এনটিভি অনলাইনকে বলেন, ‘আগামীকাল ছবিটি সেন্সর বোর্ডে যাবে, কিন্তু এই ঈদে আমরা ছবিটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আগামী ভালো কোনো দিনে ছবিটি মুক্তি পাবে।’

কেন মুক্তি পাচ্ছে না—জানতে চাইলে মোজাম্মেল বলেন, ‘ঈদের আর মাত্র দুদিন বাকি আছে। এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পাইনি। তারপর পোস্টার বা ট্রেলার প্রস্তুত নয়। যেখানে ছবির পাবলিসিটি নেই, সেখানে ঈদে ছবি মুক্তি দেবো কেমন করে? আরেকটি বিষয় হচ্ছে, বাংলাদেশের সিনেমা হল নিয়ন্ত্রণ করে জাজ মাল্টিমিডিয়া।

তারা এই ঈদে দুটি ছবি মুক্তি দিচ্ছে। এখন দেশে যত ভালো সিনেমা হল আছে, তারা তো সেখানে তাদের ছবি চালাচ্ছে। আমরা সাধারণ প্রযোজক, আমাদের তো সিনেমা হল নেই। তারপরও মুক্তি দিলে চার-পাঁচটা হল হয়তো পেতাম, কিন্তু এমন অবস্থায় ছবিটি মুক্তি দিলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবো। কারণ, এই কয়েকটা সিনেমা হল থেকে টাকা তোলা যাবে না।’

ছবি কবে মুক্তি পাবে—জানতে চাইলে প্রযোজক বলেন, ‘ভালো কোনো একটি দিনে মুক্তি দেবো, সেটা আগামী কোরবানির ঈদও হতে পারে। কারণ, ঈদ ছাড়া এই ছবির টাকা তুলে আনা প্রায় অসম্ভব। এই ছবিতে আমি প্রায় চার কোটি টাকা খরচ করেছি। ছবি দেখলে দর্শক সেটা বুঝতে পারবে।’


মন্তব্য করুন