Select Page

‘আয়নাবাজি’র আরো এক রেকর্ড

‘আয়নাবাজি’র  আরো এক রেকর্ড

2মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও ‘আয়নাবাজি’র শো হাউজফুল যাচ্ছে, হল সংখ্যা বাড়ছে বা কালোবাজারিদের সুদিন ফিরেছে— এমন খবর বেশ পুরনো হয়ে গেছে। এবার স্বচ্ছতার অন্যরকম নজির রাখলেন পরিচালক অমিতাভ রেজা।

শুক্রবার এ নির্মাতা ফেসবুকে লাইভ চ্যাটে অংশ নেন। জানান, ‘আয়নাবাজি’ সংক্রান্ত নানান তথ্য ও দর্শকদের প্রশ্নের জবাব দেন।

সাধারণত সিনেমার আয়-ব্যয় নিয়ে ঢালিউডের নির্মাতারা চুপ থাকেন। এ বিষয়েও মুখ খুললেন নবাগত এ পরিচালক।

তিনি জানান, ৯ অক্টোবর পর্যন্ত সিনেমাটির ১ লাখ ৮৪ হাজার ২৮২টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে বলাকায় ৩৬ হাজার ১৩৮টি ও সিনেপ্লেক্সে ২৩ হাজার ৬৮ টি।

অমিতাভ আরো জানান, শিগগিরই সিনেমাটির আয়-ব্যয়ের হিসাব নিয়ে দর্শকের মুখোমুখি হবেন।

এদিকে প্রথম সপ্তাহে ১৯, দ্বিতীয় সপ্তাহে ২৩টির পর তৃতীয় সপ্তাহে আরো সমসংখ্যক সিনেমা হল যুক্ত হয়েছে তালিকায়।

নভেম্বরে কানাডা ও অস্ট্রেলিয়া, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে, ফেব্রুয়ারিতে ইতালি ও শিগগিরই মালেশিয়া-সিঙ্গাপুরে মুক্তি পাবে ‌‘আয়নাবাজি’।


মন্তব্য করুন