Select Page

আয়নাবাজির প্যারিসের শো হাউসফুল

আয়নাবাজির প্যারিসের শো হাউসফুল

প্যারিস-হাউসফুল-আয়নাবাজি

বিশ্ব সফরে বেড়িয়েছে অমিতাভ রেজা পরিচালিত আলোচিত সিনেমা আয়নাবাজি। ফ্রান্সের প্যারিসে প্রথম শো অনুষ্ঠিত হয়েছে গতকাল।  জানা গেছে দেশের মত প্যারিসেও প্রথম শো হাউসফুল ছিল। ছবির প্রযোজকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে প্রথম আলো।

প্যারিসে এই সপ্তাহের পুরোটা সময়ই আয়নাবাজির প্রদর্শন চলবে। থিয়েটারের আসন সংখ্যা চারশত। তার সম্পূর্ণটিই ভরে গিয়েছিল আয়নাবাজির দর্শকে। বাংলাদেশের উপরাষ্ট্রদূত হজরত আলী এ সময় উপস্থিত ছিলেন।

প্রযোজক জিয়াউদ্দিন আদিল আশা করেছেন সপ্তাহের বাকী শো গুলোও হাউসফুল হবে। প্রথম শো-তে প্রায় অর্ধশত আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশক উপস্থিত ছিলেন। তারা ছবিটি সম্পর্কে ইতিবাচক মতামত জানিয়েছেন। তবে আয়নাবাজি প্রদর্শনের জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন কিনা এমন কিছু জানা যায় নি।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের অল্প কিছু প্রেক্ষাগৃহে আয়নাবাজি চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়। বিপুল পরিমান দর্শক ছবিটিকে গ্রহণ করে এবং প্রায় একমাসব্যাপী সারাদেশে ছবিটি প্রদর্শিত হয়। বর্তমানে দেশের পাশাপাশি বিদেশেও আয়নাবাজি প্রদর্শিত হচ্ছে।


মন্তব্য করুন