Select Page

ইংরেজি নামেই ছাড়পত্র পেলেন বুবলি

ইংরেজি নামেই ছাড়পত্র পেলেন বুবলি

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে শাকিব খানের বিপরীতে অভিনীত নবাগত শবনম বুবলির দুই সিনেমা। এর মধ্যে সেন্সর ছাড়পত্র পেল ‘শুটার’।

কয়েকবছর ধরে বাংলা সিনেমার ইংরেজি নাম নিয়ে নানা বিতর্ক শোনা যাচ্ছে। অনেকের আশঙ্কা ছিল রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ও একই সমস্যায় পড়বে। শেষ খবর পাওয়া পর্যন্ত তেমনটি হয়নি।

রাইজিংবিডি জানায়, বুধবার সেন্সর বোর্ডে প্রর্দশিত হয় ‘শুটার’। এরপর বৃহস্পতিবার বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করে। এর মাধ্যমে ঈদ ও বুবলির প্রথম সিনেমা হিসেবে সেন্সরের দরজা পার হলো ‘শুটার’।

প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, আনকাট ছাড়পত্র পেয়েছে ‘শুটার’।

আরো শোনা যাচ্ছে, ঈদে সবচেয়ে বেশি হল পাচ্ছে ‘শুটার’। বুকিং মানি কালেকশনেও রেকর্ড করেছে সিনেমাটি।

‌‘শুটার’-এ আরো অভিনয় শাহরিয়াজ, সম্রাট, জারা ও মিশা সওদাগর।


মন্তব্য করুন