Select Page

ইংল্যান্ডে নির্মিত হচ্ছে বাংলা ভাষায় ছবি

ইংল্যান্ডে নির্মিত হচ্ছে বাংলা ভাষায় ছবি

59649_e5ইংল্যান্ডে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করা বাংলাদেশী তরুণ মোহাম্মদ আমিনুল ইসলাম বাপ্পি সে দেশে বানাচ্ছেন বাংলা ভাষা ছবি।

তবে এটিই তার প্রথম কাজ নয়। ইতিমধ্যে তিনি বেশ কিছু সায়েন্টিফিক ভৌতিক প্রজেক্টের কাজও করেছেন সেখানে। সেই অভিজ্ঞতা নিয়ে একটি বাংলা কমেডি ছবি নির্মাণ করতে যাচ্ছেন বাপ্পি।

ছবির নাম রেখেছেন ‘থ্রি ইলিগ্যাল’। ইংল্যান্ড এ অবৈধভাবে থাকা তরুণদের নিয়েই মূলত ছবিটির কাহিনী তৈরি হয়েছে।

ছবির কাহিনীতে দেখা যাবে তিন তরুণ তিনটি পথে ইংল্যান্ডের লুটন স্টেটে প্রবেশ করে। প্রথমজন ফ্রান্স থেকে লরিতে করে, দ্বিতীয়জন শেফ হিসেবে মধ্যপ্রাচ্য থেকে এবং তৃতীয়জন ছাত্র হিসেবে আসেন একটি কলেজে ভর্তি হয়ে, যদিও সেই কলেজের কোন অস্তিত্ব থাকে না।

আমিনুল ইসলাম বাপ্পির চিত্রনাট্য ও পরিচালনায় এ ছবির সংগীতায়োজনের কাজ করছেন কলকাতার মিঠুন মল্লিক।

সুত্র: মানবজমিন


Leave a reply