Select Page

ইমনের ব্যস্ততা

ইমনের ব্যস্ততা

Emon-bg20130909075101ইমনের শুরুটা মডেলিংও নাটকের মাধ্যমে। চলচ্চিত্রে অভিনয় করছেন অনেক বছর। আহামরি সফলতা দেখাতে না পারলেও অভিনয়ে পোক্ত হয়ে উঠেছেন। তাই নির্মাতার নজরও তার দিকে। হয়ে উঠেছেন সময়ের সবচেয়ে সম্ভাবনাময় চলচ্চিত্র অভিনেতা।

চাষী নজরুল ইসলামের মতো বিজ্ঞ নির্মাতা, স্বপন আহমেদের মতো সর্বাধুনিক নির্মাতার প্রথম পছন্দের নাম এখন তিনি। এই প্রসঙ্গে ইমন  একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার কাছে কাজটাই ধর্ম। কোনোদিন কারও শিডিউল ফাঁসিয়েছি বলে মনে পড়ে না। এ ছাড়া আমার চলচ্চিত্রে কখনও ভরাডুবি খেতে হয়েছে প্রযোজককে এমন কোনো নজির নেই। তবু বলব চূড়ান্ত সাফল্য এখনই আমার আসেনি। সেই চেষ্টাতেই এগোচ্ছি। পুরোপুরি চলচ্চিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছি।’

এ ছাড়া ইমনের ক্যারিয়ারে সিনিয়র নায়িকার পাশাপাশি এ সময়ের নায়িকাদের নিয়েও নির্মাতারা এখন এক্সপেরিমেন্ট করছেন। তার হাতে ছবির সংখ্যা গুনলে সর্বাধিক প্রায় এক ডজন চলচ্চিত্রে একক নায়ক হিসেবে কাজ করছেন তিনি। এর কোনোটিই ছোট বাজেটের কোনো চলচ্চিত্র নয়। তাই নির্মাতারাও তাকে নিয়ে কষছেন নতুন অংক।


মন্তব্য করুন