![ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ৯-৬ বছর আগের দুনিয়া ও ডেঞ্জার জোন](https://i0.wp.com/bmdb.co/wp-content/uploads/2024/12/duniya_dangar_zone_bmdb_image.jpg?resize=150%2C150&ssl=1)
ইমন আঁচলের নতুন ছবি
মনিরুল ইসলাম সোহেল পরিচালিত নতুন একটি ছবিতে কাজ শুরু করেছেন ইমন এবং আঁচল। গত ১১ ডিসেম্বর থেকে কাজ শুরু হওয়া এই চলচ্চিত্রের নাম ‘স্বপ্ন যে তুই’।
মনিরুল ইসলাম খান এর আগে বেশ কিছু টিভি নাটক ও বিজ্ঞাপন চিত্র নির্মান করেছেন। কিছুদিন পূর্বে ‘টম অ্যান্ড জেরী’ নামের একটি ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র পরিচালনায় আত্মপ্রকাশ করেন। ঘটা করে মহরত অনুষ্ঠান এবং একদিন শ্যুটিং করার পর টম অ্যান্ড জেরী ছবির কাজ স্থগিত করে দেন তিনি। এবার ইমন আঁচলকে নিয়ে স্বপ্ন যে তুই ছবির কাজ শুরু করেছেন।
উত্তরার একটি বাড়িতে টানা কয়েকদিন শ্যুটিং করবেন বলে জানিয়েছেন তিনি। স্বপ্ন যে তুই চলচ্চিত্রটি রোমান্টিক অ্যাকশন ঘরানার।
প্রতীক কমিউনিকেশনের ব্যানারে নির্মানাধীন এই চলচ্চিত্রে বেশ কিছু চমক থাকবে বলে জানিয়েছেন পরিচালক সোহেল।
সূত্র: মানবজমিন