Select Page

ইমপ্রেস টেলিফিল্মের শততম ছবি

ইমপ্রেস টেলিফিল্মের শততম ছবি

imagesইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এককভাবে চলচ্চিত্র প্রযোজনায় এসেছিল ২০০৩ সালে। একে একে দশটি বছর কেটে গেছে। দশম বছরে প্রযোজনা সংস্থাটি তাদের শততম ছবিটি নির্মাণ করতে যাচ্ছে। যা বাংলাদেশের কোন প্রযোজনা সংস্থার জন্য রেকর্ড। আবার শততম ছবিটির জন্য বেছে নিয়েছেন তাদের একক প্রযোজনায় নির্মিত প্রথম ছবির পরিচালককে।

চলচ্চিত্র প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্মের যাত্রা শুরু হয়েছিল আবু সাইয়ীদের সঙ্গে যৌথভাবে ২০০০ সালে। ছবির নাম ‘কিত্তনখোলা’। কিন্তু এককভাবে ইমপ্রেস টেলিফিল্ম ছবি প্রযোজনা শুরু করে ২০০৩ সাল থেকে। তাদের একক প্রযোজনার প্রথম ছবি ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’র পরিচালক ছিলেন মৌসুমী। সেই সঙ্গে প্রথম এবং সম্ভবত শেষ কোন প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম শততম ছবি নির্মাণেরও রেকর্ড গড়তে চলেছে।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত বেশ কিছু ছবি দেশ-বিদেশে সম্মানিত হয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম,  মুক্তিযুদ্ধ, লালনের জীবনী, শিশু সাহিত্যনির্ভরসহ সব ধরনের চলচ্চিত্র নির্মিত হয়েছে।

ছবি নির্মাণে অগ্রাধিকার দিয়েছে নারী পরিচালকদেরও। বাংলাদেশের চলচ্চিত্রের মূলধারার পরিচালকদের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করেছে নতুন প্রজন্মদের দিয়েও। মোস্তফা সরয়ার ফারুকী, গোলাম রাব্বানী বিপ্লব, খালিদ মাহমুদ মিঠু, স্বপন আহমেদ, শাহনেওয়াজ কাকলীকে দিয়ে প্রথম ছবি পরিচালনার কৃতিত্ব ইমপ্রেস টেলিফিল্মের। এখন নির্মাণ করছে গীতালী হাসানকে দিয়ে।

নায়করাজ রাজ্জাক, গৌতম ঘোষ, হুমায়ূন আহমেদ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর মতো ব্যক্তিত্বরা নির্মাণ করেছেন ইমপ্রেসের ছবি।

সুভাষ দত্ত, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম, গাজী মাজহারুল আনোয়ার থেকে শুরু করে কাজী হায়াৎ, শহীদুল ইসলাম খোকন, শওকত জামিল, মহম্মদ হান্‌নান, মতিন রহমান, শাহ আলম কিরণ, সোহানুর রহমান সোহান, আবু সাইয়ীদ, মুশফিকুর রহমান গুলজার, মোহাম্মদ হোসেন জেমীসহ অনেকেই নির্মাণ করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ছবি।

ইমপ্রেস টেলিফিল্ম লি. প্রযোজিত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে- ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, ‘শ্যামল ছায়া’, ‘ব্যাচেলর’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘মেঘের পরে মেঘ’, ‘কাবুলিওয়ালা’, ‘নিরন্তর’, ‘স্বপ্ন ডানায়’, ‘বাঙলা’, ‘মেহের নেগার’, ‘রাক্ষুসী’, ‘অবুঝ বউ’, ‘বিন্দুর ছেলে’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘সাজঘর’, ‘ধ্রুবতারা’, ‘মনের মানুষ’, ‘দূরত্ব’, ‘ঘানি’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘গহীনে শব্দ’, ‘দারুচিনি দ্বীপ’, ‘আহা, বৃষ্টিভেজা আকাশ’, ‘গেরিলা’, ‘রং নাম্বার’, ‘মধুমতি’ এবং ‘দেবদাস’। বর্তমানে নির্মিত হচ্ছে- ‘পিঁপড়াবিদ্যা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘টু বি কন্টিনিউড’, ‘ডুবো শহর’, ‘প্রক্সি’ ও ‘ইক্স জেনি’। মুক্তির মিছিলে রয়েছে- ‘আয়না কাহিনী’ ও ‘মুক্তি’। আশা করা যাচ্ছে চলতি বছরেই ইমপ্রেস টেলিফিল্মের শততম প্রযোজনার কাজ শুরু করবেন মৌসুমী।

অচিরেই শততম ছবির ঘোষণা আসবে। মহরত হবে বর্ণাঢ্য আয়োজনে।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন