Select Page

ইলিয়াস কাঞ্চন-চম্পার নতুন ছবি ‘কবে হবে দেখা’

ইলিয়াস কাঞ্চন-চম্পার নতুন ছবি ‘কবে হবে দেখা’

# আশি ও নব্বই দশকের জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন-চম্পা সর্বশেষ অভিনয় করেন একটি টিভি সিরিয়ালে
# এবার যুক্ত হচ্ছেন ‘কবে হবে দেখা’ শিরোনামের সিনেমায়, পরিচালনা করবেন শাহেদ চৌধুরী
# একটি দুর্গম এলাকায় খুনের তদন্ত করতে স্ত্রী চম্পাকে নিয়ে যান ইলিয়াস কাঞ্চন। মুখোমুখি হন ভয়ঙ্কর বিপদের
# নতুন একটি জুটিও থাকছেন এ ছবিতে

আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন-চম্পা। একসঙ্গে প্রথম অভিনয় করেন শিবলি সাদিকের ‘তিন কন্যা’ ছবিতে, যার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় চম্পার।

এরপর একে একে ‘সহযাত্রী’, ‘ভেজা চোখ’, ‘অচেনা’, ‘বন্ধন’, ‘ত্যাগ’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবিতে অভিনয় করেন তাঁরা। এই জুটির শেষ ছবি ছিল ‘জটিল প্রেম’। এছাড়া সম্প্রতি ‘সোনালি দিন’ নামের একটি টিভি সিরিয়ালেও অভিনয় করেন।

নতুন খবর হলো, আবার সিনেমার জন্য একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন কাঞ্চন-চম্পা। ‘কবে হবে দেখা’ নামের ছবিটি পরিচালনা করছেন শাহেদ চৌধুরী। এরই মধ্যে দুটি গানের রেকর্ডিং শেষ। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুটিং।

সিনেমাটির কাহিনি নিয়ে পরিচালক শাহেদ বলেন, ‘একটা দুর্গম এলাকার গল্প। সেখানে সন্ত্রাসীদের হাতে ওসি খুন হলে ইলিয়াস কাঞ্চনের ওপর দায়িত্ব পড়ে তদন্তের। চম্পা তাঁর স্ত্রী। চম্পাকে নিয়ে সেখানে যান তিনি। খুনের তদন্ত করতে গিয়ে নিজের পরিবারকে বিপদের মুখে ফেলেন।’

ইলিয়াস কাঞ্চন-চম্পার পাশাপাশি ছবিতে নতুন এক জুটিকে দেখা যাবে বলে জানান পরিচালক।

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন