Select Page

ইস্তাম্বুলে হানিমুন?

ইস্তাম্বুলে হানিমুন?


বছর দেড়েক আগে ‘রাজনীতি’ ছবির শুটিং করেই নিরুদ্দেশ হয়েছিলেন অপু বিশ্বাস। এরপর আর নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি শাকিব খান ও অপু বিশ্বাস। মাঝে ঘটে গেছে কত ঘটনা! এখন আর তাঁরা শুধুই নায়ক-নায়িকা নন; স্বামী-স্ত্রী। সেই ‘রাজনীতি’ মুক্তি পাবে এই ঈদে। বুধবার এই ছবির সংবাদ সম্মেলনে পাওয়া গেল শাকিব-অপুর নতুন ছবির খবর।

ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘নাম ঠিক না হওয়া আমার নতুন ছবিতে অভিনয় করবেন শাকিব-অপু জুটি। এই ছবির শুটিং হবে তুরস্কের ইস্তাম্বুলে। শাকিবের সঙ্গে পাকা কথা হয়েছে। আশা করছি, শিগগিরই শুটিং শুরু করতে পারব। ’ এ সময় খসরুর পাশেই বসে ছিলেন অপু বিশ্বাস। ‘তাহলে কি এবার ইস্তাম্বুলেই সারবেন অফিশিয়াল হানিমুন?’ উত্তর না দিয়ে মুচকি হাসলেন এই অভিনেত্রী।

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন